Visitor

UG TERM END EXAM


    বিষয়ঃ- নেতাজি মুক্ত বিদ্যালয়ের সমস্ত UG এবং BDP শিক্ষার্থীরা সকলেই এখন চিন্তায় আছেন যে আপনাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ TERM END EXAM কবে হবে? এছাড়াও অনেক প্রশ্ন আপনাদের মনে ঘোরাফেরা করছে। অনেকে জিজ্ঞাসা করছেন (১)ফাইনাল পরীক্ষা কি ভাবে হবে? (২)কোন Mode-এ হবে? (৩)Online না Offline পদ্ধতিতে হবে? (৪)পরীক্ষার নোটিশ কবে প্রকাশ করা হবে? এই সমস্ত প্রশ্নগুলো আপনারা করছেন। তাই আজকের এই পোস্টের মাধ্যমে এই সব বিষয়ের চুলচেরা বিশ্লেষণ করবো। তাই আজকের এই পোস্টটি UG/BDP-এর আর্টস, সায়েন্স, কমার্স সকল শিক্ষার্থীদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সম্পূর্ণ পোস্টটি খুব মনযোগ সহকারে পরুন, কারণ আগের অনেক পোস্ট-গুলিতে দেখা গেছে আপনারা ঠিক ভাবে না পরার জন্য অনেক জিনিস আপনারা বুঝতে পারেনি নি, আপনাদের সেই বিষয়ের সম্বন্ধে সম্যক জ্ঞান হয় নি। তাই সবার কাছে অনুরোধ অবশ্যই ভাল ভাবে পোস্টটি পরুন। এবং আপনাদের বন্ধুদের সাথে এই পোস্টটি শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে জানতে পারে।

(১) ফাইনাল পরীক্ষা কি ভাবে হবে?

            অনেকের মনে প্রশ্ন জাগছে যে ফাইনাল পরীক্ষা কি ভাবে হবে। অনেকে বলছেন Regular Course-এর মত একটা PDF পাওয়া যাবে সেই PDF-এ প্রাপ্ত প্রশ্নগুলির উত্তর করে নির্দিষ্ট একটি G-Mail-এ পাঠাতে হবে। কিন্তু এটা সরবৈব একটি ভুল কথা। আপনাদের ফাইনাল পরীক্ষা Assignment-এর মতই Online হবে, এবং যে ভাবে Assignment দিয়েছেন ঠিক সেই ভাবেই ফাইনাল পরীক্ষাও দিতে পারবেন আপনদের মোবাইল/কম্পিউটার/ট্যাব-থেকে। নির্দিষ্ট Portal-এ গিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং সমস্ত প্রশ্ন MCQs হবে।

(২) ফাইনাল পরীক্ষা কবে হবে?

            আপনারা সকলেই জানেন যে Assignment প্রথম দফা শেষ হয় ০৮-০৮-২০২২, তারপর ইউনিভার্সিটি-এর তরফ থেকে আবার Assignment দেওয়ার জন্য Date দেওয়া হয়। সেই Date শেষ হয় ১৪-০৮-২০২২ দুপুর ২ ঘটিকায়। তো Assignment শেষ হল সবে আজকে, এরপর Answer Key Download করা হবে, তার ১০-১৫ দিন পর ফাইনাল পরীক্ষা হয় সাধারণত(গত বছর অনুযায়ী)। তাই এখানে আশা করা যায় যে অগাস্ট-এর শেষ সপ্তাহ বা সেপ্টেম্বর-এর প্রথম সপ্তাহ করে ফাইনাল পরীক্ষা হতে পারে।

(৩) কবে ফাইনাল পরীক্ষার Notice দেওয়া হবে?

             যেমনটা জানালাম ফাইনাল পরীক্ষা অগাস্ট-এর শেষ বা সেপ্টেম্বর-এর প্রথম সপ্তাহ করে হতে পারে। তো সেই সময় ধরলে আপনাদের ফাইনাল পরীক্ষার Notice ফাইনাল পরীক্ষার অনুষ্ঠিত হবার কমপক্ষে ৫-৭ দিন আগে দেওয়া হবে। Notice প্রকাশ করা হলেই তার সাথে সাথে এই Website-এ জানিয়ে দেওয়া হবে। তাই নিশ্চিন্তে থাকুন আর এই Website-টি Subscribe/Follow করে রাখুন। তারফলে এই Website-এ প্রকাশ করা সমস্ত খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।

(৪) ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে করনীয় কি কি?

                আপনাদের ফাইনাল পরীক্ষা/Term End Exam শুরু হবার আগে আপনাদের কিছু কিছু করনীয় থাকে যেগুলি নিম্নরূপ- (i)কিছুদিনের মধ্যেই আপনাদের Assignment Answer Key Download করার Notice প্রকাশ করা হবে, তো সেই সময় মত আপনাদের Assignment-এর Answer Key Download করতে হবে। (ii)এর কিছুদিনের মধ্যেই ফাইনাল পরীক্ষার Admit Card Download করার Notice প্রকাশ করা হবে, সেই সময় মোতাবেক সঠিকভাবে Admit Card-টি ডাউনলোড করে নিতে হবে।

(৫) ফাইনাল পরীক্ষায় কয়টি সেট প্রশ্ন পত্র থাকবে?

                  আপনারা যেমন Assignment পরীক্ষায় দেখেছেন শুধুমাত্র একটি সেট হয়েছিল প্রশ্ন পত্রের। কিন্তু যেহেতু এটি ফাইনাল পরীক্ষা তাই, গত বছরের মত এই বছরও ৩-৪ টি সেট হবে প্রশ্ন পত্রের। এই ক্ষেত্রে আপনাদের খুব যত্নশীল হতে হবে। কারণ Assigment-এর ক্ষেত্রে আপনারা দেখেছেন সবার প্রশ্ন একই ছিল। ফাইনাল পরীক্ষায় কিন্তু সেই রকম হবে না তাই আপনাদের ঐ ৩-৪ টি সেট এর উত্তর পত্র যোগার করে তবেই ফাইনাল পরীক্ষা দিতে উদ্যত হতে হবে, নচেৎ আপনারা একটি সেট নিয়ে পরীক্ষা দিতে বসলে দেখবেন হয়ত যে সেটটি নিয়ে আপনি পরীক্ষা দিতে বসেছেন সেই সেট থেকে একটাও প্রশ্ন আপনার জন্য আসে নি। সেই রকম করবেন না।*

(৬) সর্ব মোট কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে?

                   আপনাদের যে সব পত্রের পূর্ণমান ৫০ থাকবে তার জন্য ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং যে সব পত্রের পূর্ণমান ১০০ থাকবে তার জন্য ২০ টি প্রশ্নের উত্তর দিতে হবে।  কিন্তু Assignment-এর ক্ষেত্রে আপনারা অতিরিক্ত প্রশ্ন পাননি, ফাইনাল পরীক্ষায় আপনারা অতিরিক্ত প্রশ্ন পাবেন। ১০ টি প্রশ্নের জন্য ৫ টি অতিরিক্ত প্রশ্ন এবং ২০ টি প্রশ্নের জন্য ১০ টি অতিরিক্ত প্রশ্ন পাবেন।

(৭) সর্বমোট কয়টি Pause পাবেন?

                Assignment-এ যেমন ১০ টি প্রশ্নের জন্য ৪ টি Pause পাওয়া যেত আর ২০ টি প্রশ্নের জন্য ৯ টি Pause পাওয়া যেত ঠিক সেই রকমই ফাইনাল পরীক্ষাতে যথাক্রমে ৪ এবং ৯ টি Pause পাওয়া যাবে।

(৮) মোট কতগুলি প্রশ্ন সঙ্গে করে নিয়ে পরীক্ষা দিতে শুরু করবেন?

                  যেহেতু ১০ টি প্রশ্নের জন্য অতিরিক্ত ৫ টি প্রশ্ন পাবেন তার অর্থ ৩ বা ৪ টি সেটের জন্য যথাক্রমে ৪৫ বা ৬০ টি এবং ২০ টি প্রশ্নের জন্য অতিরিক্ত ১০ টি প্রশ্ন পাবেন তার অর্থ ৩বা ৪ টি সেটের জন্য যথাক্রমে ৯০ বা ১২০ টি প্রশ্ন সঙ্গে করে নিয়ে পরীক্ষা দিতে বসবেন।


*****এর সাথে আরও জানিয়ে রাখি Final পরীক্ষার উত্তর পত্রের জন্য বুকিং চলছে আপনারা চাইলে এই লিঙ্কে ক্লিক করে বুকিং করতে পারেন। খুব কম খরচে আপনারা উত্তর পত্র পেয়ে যাবেন।


*এই রকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চোখ রাখুন NSOU-HELP এর website এ।


YOU MAY JOIN THE UG ARTS UNION GROUP BY CLICKING   HERE

IF YOU WANT TO CONTACT ME IN FACEBOOK THEN CLICK    HERE

IF YOU WANT TO CONTACT ME IN TWITTER THEN CLICK    HERE

IF YOU WANT TO CONTACT ME IN INSTAGRAM THEN CLICK    HERE

IF YOU HAVE ANY QUERIES, THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.

SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.


🙏THANK YOU🙏


Written by:- PRATAP CHATTERJEE

Post a Comment

0 Comments

Locate Us

Ad Code