Visitor

UG 2nd Phase Renewal Expected Date


আলোচ্য বিষয়ঃ-

        নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ের পঠরত এমন অনেক শিক্ষার্থীরা আছেন যারা আর্থিক অভাবে গত Phase-এর Renewal করে উঠতে পারেন নি। তাই অনেকের মনে এখন একটাই চিন্তা যে পরবর্তী Phase অর্থাৎ দ্বিতীয় Phase Renewal কবে হবে। কারণ আপনারা সবাই জানেন যে, Renewal না করলে আপনারা কোন Study Material পাবেন না। তাই Renewal একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারজন্যই আজকের এই পোস্টের মাধ্যমে আমরা জানব যে কবে ২য় Phase Renewal-এর Date দেওয়া হতে পারে। তাই আজকের এই পোস্টটি UG/BDP আর্টস,কমার্স, সায়েন্স সকল শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সুতরাং পোস্টটি খুব ভাল ভাবে পরুন আর এই বিষয়ে কোন জিজ্ঞাস্য থাকলে নীচে কমেন্ট বক্স/Contact Form/Contact Us-এ গিয়ে জানাতে পারেন। এছাড়াও আপনাদের কাছে অনুরোধ আপনাদের যদি এই পোস্ট থেকে সাহায্য হয় তাহলে আপনাদের বন্ধুদেরও এই পোস্টটি শেয়ার করে দিন যাতে তারাও এই বিষয়টা জানতে পারে। আপনারা এই Website-টি Follow/Subscribe করে রাখতে পারেন, তাহলে আমার পোস্ট করা সকল পোস্ট Notification আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং আপনারা নিজেরা সেই মোতাবেক তৈরি থাকতে পারেন।

        যেমনটা আপনারা জানেন যে, UG/BDP Assignment Submission শেষ হয়ে গেছে। ফাইনাল পরীক্ষা খুব বেশি দেরি নেই, নতুন বছরের ক্লাস খুব তারাতারি শুরু হতে চলেছে, এমত অবস্থায় সবার মনে একটাই চিন্তা যে গত Phase-এ যারা Renewal করতে পারেন নি তাদের কি আবার Renewal করার সুযোগ দেওয়া হবে? সুযোগ দিলে কবে দেবে। ক্লাস শুরু হয়ে গেলে Study Material/Self Learning Material(SLM) লাগবে। আর Renewal না করলে Study Material পাওয়া যাবে না। এছাড়াও Renewal হল প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে ভর্তির Registration, তাই Renewal সবাইকেই করতে হবে। এটি বাধ্যতামূলক। অনেক Collage-এ Study Material/SLM বিতরণ শুরু হয়ে গেছে। এই অবস্থায় চিন্তা আরও বেড়েছে।

        আপনাদের জন্য যে সব Scholarship-এর Scheme আছে সেগুলি নিয়ে এই Website-এ বিস্তারিত ভাবে আলোচনা করা আছে। কি কি ডকুমেন্টস লাগবে কবে Last Date এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা আছে। আপনারা চাইলে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেগুলি দেখে নিতে পারেন।   Scholarship Link


        নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় অনেক বার ছাত্র-দরদি আচরণ প্রদর্শন করেছেন। কিছু দিন আগের কথা, ইউনিভার্সিটি Renewal Fees কমিয়েছে। Exam Form Fill Up-এ যাদের মোবাইল নাম্বার সংক্রান্ত সমস্যার জন্য Assignment দিতে পারছিলেন না তাদের জন্য আবার সুযোগ দিয়ে মোবাইল নাম্বার পরিবর্তন করার Option দিয়েছেন। যাতে শিক্ষার্থীরা সুষ্ঠ ভাবে Assignment দিতে পারেন। এইবারও তার অন্যথা হবে না। যারা যারা গত Phase-এ Renewal করে উঠতে পারেন নি তাদের জন্য আবার সুযোগ দেওয়া হবে।

***এবার প্রশ্ন হচ্ছে কবে সেই সুযোগ দেওয়া হবে?

        গত বছরের Notice যদি ফলো করা হয়, তাহলে দেখা যাবে গত বছর ০৫-০৭-২০২১ তারিখে প্রথম Renewal Notice প্রকাশ করা হয়। যেটি ২০২২ এর ক্ষেত্রে ০৪-০৭-২০২২ তারিখে প্রথম Renewal Notice প্রকাশ হয়েছিলো। ২০২১ সালে 1st Phase Renewal চলেছিল ১০-০৭-২০২১ থেকে ৩১-০৭-২০২১ পর্যন্ত। ২০২২ সালের ক্ষেত্রে 1st Phase Renewal চলেছিল ০৬-০৭-২০২২ থেকে ২৭-০৭-২০২২ পর্যন্ত। তাহলে দেখা যাচ্ছে ২০২১ এর সাথে ২০২২ এর অনেকটাই সামঞ্জস্য রয়েছে।

        এরপর ২০২১ সালের ২য় Phase Renewal করার সুযোগ দেওয়া হয়। BDP 2nd Phase সুযোগ দেওয়ার Notice প্রকাশ হয় ৩১-০১-২০২২ তারিখে। অর্থাৎ পূর্ববর্তী 1st Phase Renewal Notice প্রকাশ করার প্রায় ৬ মাস পর 2nd Phase Notice প্রকাশ করা হয়। এবং সেই Renewal চলে ০১-০২-২০২২ থেকে ১১-০২-২০২২ পর্যন্ত।

        অর্থাৎ গতবছরের হিসাব অনুযায়ী যদি এই বছরও ধরা হয় তাহলে আশা করা যায় মোটামুটি ডিসেম্বর থেকে জানুয়ারী এর মধ্যে Renewal-এর Notice প্রকাশ করা যেতে পারে। 2nd Phase Renewal Notice প্রকাশ হলে সাথে সাথে এই Website-এ জানিয়ে দেওয়া হবে। তাই এই Website-টি Follow/Subscribe করে রাখুন।


*****এর সাথে আরও জানিয়ে রাখি Final পরীক্ষার উত্তর পত্রের জন্য বুকিং চলছে আপনারা চাইলে এই লিঙ্কে ক্লিক করে বুকিং করতে পারেন। খুব কম খরচে আপনারা উত্তর পত্র পেয়ে যাবেন।


*এই রকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চোখ রাখুন NSOU-HELP এর website এ।


YOU MAY JOIN THE UG ARTS UNION GROUP BY CLICKING   HERE

IF YOU WANT TO CONTACT ME IN FACEBOOK THEN CLICK    HERE

IF YOU WANT TO CONTACT ME IN TWITTER THEN CLICK    HERE

IF YOU WANT TO CONTACT ME IN INSTAGRAM THEN CLICK    HERE

IF YOU HAVE ANY QUERIES, THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.

SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.


🙏THANK YOU🙏


Written by:- PRATAP CHATTERJEE

Post a Comment

0 Comments

Locate Us

Ad Code