Visitor

Again Assignment Submission Date Extended

                                 


    আপনারা সবাই জানেন যে আপনাদের NSOU ASSIGNMENT SUBMISSION Date ০৮.০৮.২০২২ পর্যন্ত ছিল। এই সময়ের মধ্যে অনেক শিক্ষার্থী-এর ASSIGNMENT Submission Complete হয় নি বিভিন্ন কারণে। তার মধ্যে প্রধান ও মূল কারণ ছিল ফোন OTP না আসা। এই সমস্যার জন্য অনেকের পরীক্ষা সমপন্ন হই নি। তাই জন্য ইউনিভার্সিটি মানবিকতার প্রকাশ করে শিক্ষার্থীদের জন্য আবার Assignment Submission করার ও মোবাইল নাম্বার পাল্টাবার আর একটি সুযোগ দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা তাদের মোবাইল নাম্বার পরিবর্তন করে Assignment Submission করতে পারবেন।

    তো এখন আমরা জেনে নেবো কি ভাবে অন্য মোবাইল নাম্বার দিয়ে আমাদের Assignment পরীক্ষা সম্পন্ন করতে পারব। তাই এই পোস্টটি UGDP/BDP আর্টস, কমার্স, সায়েন্স সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই খুব গুরুত্বপূর্ণ, তাই খুব মনযোগসহকারে এই পোস্টটি পরুন। আপনাদের কোন জিজ্ঞাস্য থাকলে নীচে কমেন্ট বক্সে/Contact Form/Contact Us-এ জানাতে পারেন।

    তো গত ১০.০৮.২০২২ তারিখে ইউনিভার্সিটি-এর পক্ষ থেকে যে নটিস প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে যারা যারা আগের ০৮.০৮.২০২২ তারিখের মধ্যে Assignment Submission করতে পারেন নি মোবাইল নাম্বারে OTP না আসার কারণে তারা আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তাদের জন্য ৩দিন অতিরিক্ত দেওয়া হয়েছে। যথা ১১.০৮.২০২২ দুপুর ২টো থেকে ১৪.০৮.২০২২ দুপুর ২টো পর্যন্ত যথাযথ Portal-এ গিয়ে তারা পরীক্ষা দিতে পারবেন নিজের নাম্বার পরিবর্তন করে।

  •     কি ভাবে নিজের নাম্বার পরিবর্তন করা যাবে?

    ১. প্রথমে আপনাদের(UG/BDP) নিজের নিজের Assignment Portal-এ যেতে হবে।

    ২. তারপর আপনাদের Login Portal-এ যেতে হবে।

    ৩. এই Portal-এ নিচের দিকে আপনারা "My Register Mobile Number and Alternative Mobile Number Both are not working."- এই Option দেখতে পাবেন।

    ৪. ঐ Option-এ ক্লিক করার পর আপনারা একটি নতুন মোবাইল নাম্বার দিতে পারবেন। সেক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল আপনি এখন যে নাম্বার দেবেন সেটি যেন Unique হয় এবং সেটি অন্য কোন Enrolment Number-এর সাথে যুক্ত থাকা যাবে না। এবং আপনাদের প্রমাণ দিতে হবে যে এখন আপনি যে নাম্বারটি দিচ্ছেন সেটি আপনার যে কোন ডকুমেন্টস-এর সাথে যুক্ত আছে। তার জন্য আপনাদের আধার কার্ড/ব্যাংক পাস বইয়ের প্রথম পাতা*- এই জাতীয় ডকুমেন্টস Upload করতে হবে। এরপর আপনাদের দেওয়া মোবাইল নাম্বার-এ একটি OTP আসবে, সেটি ওখানে দেওয়ার পর ৩ ঘণ্টা পর নতুন দেওয়া নাম্বার দিয়ে আপনারা LOG IN করতে পারবেন এবং আপনাদের Assignment Submission করতে পারবেন।

*এখানে বলে রাখা বাঞ্ছনীয় আপনাদের আধার কার্ড-এ যদি নতুন যে নাম্বার দেবেন সেটি না থাকে তাহলে আপনারা খুব তারাতারি আপনাদের নিকটবর্তী ব্যাংক-এর শাখায় যোগাযোগ করুন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর মোবাইল নাম্বার পরিবর্তন করে সেই Updated Bank A/C-এর প্রথম পাতা Scan করে এখানে ব্যাবহার করতে পারবেন।

Official Notice click here



    *****এর সাথে আরও জানিয়ে রাখি Final পরীক্ষার উত্তর পত্রের জন্য বুকিং চলছে আপনারা চাইলে এই লিঙ্কে ক্লিক করে বুকিং করতে পারেন।


*এই রকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চোখ রাখুন NSOU-HELP এর website এ।


YOU MAY JOIN THE UG ARTS UNION GROUP BY CLICKING HERE

IF YOU WANT TO CONTACT ME IN FACEBOOK THEN CLICK HERE

IF YOU WANT TO CONTACT ME IN TWITTER THEN CLICK HERE

IF YOU WANT TO CONTACT ME IN INSTAGRAM THEN CLICK HERE

IF YOU HAVE ANY QUERIES, THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.

SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.


🙏THANK YOU🙏


Written by:- PRATAP CHATTERJEE

Post a Comment

0 Comments

Locate Us

Ad Code