Visitor

HOW TO USE PAUSE IN NSOU EXAM PORTAL

 PAUSE কি ভাবে ব্যবহার করবেন?

    এই প্রশ্নটা NSOU-তে পঠরত সকল শিক্ষার্থীর কম বেশি সবার মনে আছে। তাই এই পোস্টটি করা, এই পোস্টে আজ আমরা জানব পরীক্ষা চলাকালীন কোন বিপত্তির সম্মুখীন হলে সেই পত্রের পরীক্ষা কি ভাবে সুরুক্ষিত রেখে আমরা PAUSE ব্যবহার করবো। তাই পুরো পোস্টটি খুব মনোযোগ সহকারে পরুন।

    NSOU-তে পরীক্ষা দিতে গিয়ে আমরা দেখেছি Server-এর সমস্যা আমাদের খুব ভোগান্তির মুখে ফেলে। যার ফলে আমাদের Assignment-এর কারো কারো একটি বা দুটি পত্র ফাইনাল পরীক্ষার Admit Card-এ আসে নি। তাই এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। কারণ ফাইনাল পরীক্ষায় এই সমস্যা হলে আমাদের খুব বড় ক্ষতির মুখে পরতে হবে। কারণ ফাইনাল পরীক্ষাতে একটি পত্র উত্তীর্ণ না হওয়া মানে একটি বছর নষ্ট। তাই আমাদের Pause-এর ব্যবহার খুব ভাল ভাবে জানতেই হবে পরীক্ষা দেওয়ার সময়।

    ধরুন আপনি পরীক্ষা দিচ্ছেন হটাত দেখলেন আপনার Exam Portal-এর Page Buffer হচ্ছে বা আপনি একটি উত্তর নির্বাচন করে SAVE AND NEXT করেছেন তাও পরবর্তী পেজ আসছে নে সেই পেজেই Load হয়ে যাচ্ছে, তাহলে তৎক্ষণাৎ আপনাকে বুঝে নিতে হবে যে এখন Server ভাল নেই। ঠিক সেই মুহূর্তে আপনাকে একটি Pause ব্যবহার করতে হবে।

    এবার প্রশ্ন হচ্ছে Pause ব্যবহার করব কি ভাবে?

    Pause কথাটার সাথে আমরা অনেকে পরিচিত আবার অনেকে পরিচিত নই। তো সোজা কথায় বোঝাতে গেলে বলতে হয় Pause মানে হল LOG OUT। অর্থাৎ আপনাকে Pause ব্যবহার করতে গেলে Log Out করতে হবে। 

এবার অনেকের মনে প্রশ্ন জাগবে আমি পরীক্ষা দিতে দিতে Log Out করলে আমি যে এতক্ষণ পরীক্ষা দিলাম সেগুলোর কি হবে?

    তো বলে রাখি, আপনি যখন Pause ব্যবহার করবেন তার আগে পর্যন্ত আপনি যতটুকু পরীক্ষা সম্পন্ন করেছেন সবটি সেভ থাকবে, এবং পরবর্তীকালে যখন আপনি Log In করবেন তখন যতটা পরীক্ষা দিয়েছেন তার পর থেকে পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ আপনার দেওয়া প্রশ্ন-উত্তর গুলি সব সংরক্ষিত থাকবে।

Log Out করার পদ্ধতি কি?

    Log Out করার জন্য আপনি যে ডিভাইস থেকে পরীক্ষা দিচ্ছেন সেই ডিভাইস-এর বাম দিকে উপরে কম্পিউটার-এর ক্ষেত্রে দেখতে পাবেন আর মোবাইল থেকে যারা পরীক্ষা দিচ্ছেন তারা বাম দিকে উপরে তিনটি দাগ দেখতে পাবেন ওখানে Touch করলে Log Out Option দেখতে পাবেন।




*এই রকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চোখ রাখুন OPEN-LEARNING-DUNIYA এর website এ।


YOU MAY JOIN THE UG ARTS UNION GROUP BY CLICKING   HERE

IF YOU WANT TO CONTACT ME IN FACEBOOK THEN CLICK    HERE

IF YOU WANT TO CONTACT ME IN TWITTER THEN CLICK    HERE

IF YOU WANT TO CONTACT ME IN INSTAGRAM THEN CLICK    HERE

IF YOU HAVE ANY QUERIES, THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.

SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.


🙏THANK YOU🙏


Written by:- PRATAP CHATTERJEE

Post a Comment

0 Comments

Locate Us

Ad Code