Visitor

NABANNA SCHOLARSHIP SCHEME


নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় এর অন্তর্গত এমন অনেক ছাত্রছাত্রী আছেন যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তারা অনেক কষ্টে তাদের স্নাতক/স্নাতকোত্তর পড়াশুনো চালাচ্ছেন। এই সকল ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা লাভের জন্য ইউনিভার্সিটি নোটিস দিয়েছে। এই নোটিশটা বিস্তারিতভাবে আজ আমরা আলোচনা করব, তো আমাদের আলোচনার মুল বিষয়গুলি থাকবে- NSOU SCHOLARSHIP SCHEME, কারা কারা এই আর্থিক সহায়তা পাবেন, কি কি ডকুমেন্ট লাগবে এই অনুদান পাওয়ার জন্য, কি ভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, অনলআইন না অফলাইন এই সব বিষয় নিয়ে। তাই আজকের এই পোস্টটি সমস্ত UG/BDP, PG সকল ছাত্রছাত্রদের জন্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই খুব মনোযোগ সহকারে এই পোস্টটি পরবেন।

প্রথমেই বলে রাখি ইউনিভার্সিটি থেকে যে নোটিস প্রকাশ করা হয়েছে সেটিতে বিস্তারিত কোন কিছুই দেওয়া নেই তাই ছাত্রছাত্রীরা খুব উদ্বেগের মধ্যে আছেন যে কি ভাবে এই আর্থিক সহায়তা লাভ করবেন। আপনাদের সহায়তায় আমাদের প্রচেষ্টায় আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি, সেই তথ্যে রয়েছে কারা কারা এই আর্থিক সহায়তা পাবেন, কি কি ডকুমেন্ট লাগবে এই অনুদান পাওয়ার জন্য, কি ভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, অনলআইন না অফলাইন।

  • এই অনুদান পেতে গেলে আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে?

এই অনুদানের অন্তরভুক্তির জন্য নিম্নউক্তো যোগ্যতাগুলি আপনার থাকতে হবে-
                       * H.S-স্তরে সহায়তার জন্য , একজন শিক্ষার্থীকে 50% এবং তার বেশি কিন্তু 60% এর কম পূর্ণমান সুরক্ষিত করতে হবে মাধ্যমিক পরীক্ষায় মোট নম্বর।
                        * U.G-স্তরে সহায়তার জন্য , একজন শিক্ষার্থীকে 50% এবং তার বেশি কিন্তু 60% এর কম সুরক্ষিত করতে হবে H.S-পরীক্ষায় মোট নম্বর।
                        * P.G-স্তরে সহায়তার জন্য , একজন শিক্ষার্থীকে 50% এবং তার বেশি কিন্তু 53% এর কম সুরক্ষিত করতে হবে স্নাতক স্তরে মোট নম্বর।
                        * এছাড়াও যাদের বার্ষিক পারিবারিক আয় 1,20,000/- টাকার কম তারাই একমাত্র এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
*উপরোক্ত যোগ্যতা যদি আপনার থাকে তাহলে আপনি এই আর্থিক অনুদানের জন্য যোগ্য।

  • কি ভাবে আপনারা আবেদন করবেন

যারা যারা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান পেতে চান তাদের প্লেন কাগজে দরখাস্ত লিখে সহি করতে হবে সেই সঙ্গে ডকুমেন্টস দিতে হবে। দরখাস্তএর খসরা এর ADRESS হবে-
                        The Assistance Secretary,
                        Chief Minister's Office,
                        'Nabanna'
                        325, Sarat Chatterjee Road,
                        Howrah - 711102

  • এই আর্থিক সহায়তা পেতে গেলে কি কি ডকুমেন্টস দিতে হবে?
                         1. Results of all previous exams passed (I.e. all results from Intermediate to Higher Secondary if you are from UG/BDP student)/ পূর্বে পাস করা সমস্ত পরীক্ষার রেজাল্ট(অর্থাৎ আপনি যদি UG/BDP শিক্ষারত হন তাহলে মাদ্ধ্যামিক থেকে উচ্চমাদ্ধ্যামিক পর্যন্ত সব রেজাল্ট)

                          2. Copies of Rank Card & Allotment letter of Selection Committee (only for JEE or Equivalent Examination)/ র‌্যাঙ্ক কার্ডের কপি এবং সিলেকশন কমিটির বরাদ্দ পত্র (শুধু JEE বা সমমানের পরীক্ষার জন্য)

                          3. Copy of Monthly Family Income Certificate from any one mentioned within the bracket (DM/ SDO/ BDO / Joint B.D.O./ Executive Officer in case of Municipality / Deputy Commissioner of Corporation)./ বন্ধনীর মধ্যে উল্লিখিত যেকোনো একটি থেকে মাসিক পারিবারিক আয়ের শংসাপত্রের অনুলিপি (DM/ SDO/ BDO/ জয়েন্ট B.D.O./ পৌরসভা/ কর্পোরেশনের ডেপুটি কমিশনারের ক্ষেত্রে নির্বাহী কর্মকর্তা)।

                          4. Copy of Recommendation from MP/MLA to the Hon'ble Chief Minister stating monthly family income of the student./ ছাত্রের মাসিক পারিবারিক আয় উল্লেখ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এমপি/বিধায়কের কাছ থেকে সুপারিশের অনুলিপি।

                          5. Self declaration of the student under his/her signature regarding present course of study mentioning year/semester and receipt of any scholarship/aid/assistance, duly countersigned by the head of the present institution with seal./ বর্তমান প্রতিষ্ঠানের প্রধানের দ্বারা সীলমোহর সহ যথাযথভাবে প্রতিস্বাক্ষর করা বছর/সেমিস্টার এবং যেকোন বৃত্তি/সাহায্য/সহায়তার রসিদ উল্লেখ করে তার/তার স্বাক্ষরের অধীনে শিক্ষার্থীর স্ব-ঘোষণা।

                          6. Self Bank Account details (IFSC Code, Branch Code, Branch Name, Account Number, Bank Name) with photocopy of Bank Pass Book./ ব্যাঙ্ক পাস বুকের ফটোকপি সহ স্ব-ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ (IFSC কোড, শাখা কোড, শাখার নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের নাম)।

                          7. Photo Copy of tuition/admission fees book./ টিউশন/ভর্তি ফি বইয়ের ফটোকপি(PROSPECTUS)।

                           8. Contact Details with self Mobile No./ নিজের মোবাইল নম্বর সহ যোগাযোগের বিশদ বিবরণ।

***Photo copies of all the documents are required to be attested by Group-A Govt. Officer.
***সমস্ত নথির ফটো কপি গ্রুপ-A অফিসার সরকার দ্বারা সাক্ষর করা প্রয়োজন।

উপরোক্ত সমস্ত বিষয়গুলি মিলে গেলে আপনি এই আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
  • এবার প্রশ্ন হচ্ছে আবেদন করবেন কি ভাবে?
আবেদন করার জন্য আপনাদের অনলাইন পদ্ধতি অবলম্বন করতে হবে। উপরোক্ত সমস্ত নথি একসাথে করে একটি নিজের হাতে লেখা দরখাস্ত লিখে সেটিতে নিজের সাক্ষর করে, সব নথিগুলিতে গ্রুপ-A সরকারি অফিসার-এর থেকে সাক্ষর করতে হবে। এরপর সমস্ত নথিগুলি খুব ভাল ভাবে SCAN করে  wbcmrfedu2020@gmail.com এই G-MAIL ADRESS এ পাঠাতে হবে।
***For any enquiry and suggestion, all are most welcome at the following: Telephone: 0332253 5335

****OFFICIAL NOTICE click here

All format:- down here






*এই রকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চোখ রাখুন NSOU-HELP এর website এ।

YOU MAY JOIN THE UG 1st YEAR ARTS UNION GROUP BY CLICKING HERE

IF YOU WANT TO CONTACT ME IN FACEBOOK THEN CLICK HERE

IF YOU WANT TO CONTACT ME IN TWITTER THEN CLICK HERE

IF YOU WANT TO CONTACT ME IN INSTAGRAM THEN CLICK HERE

IF YOU HAVE ANY QUERIES, THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.

SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.


THANK YOU

Written by:- PRATAP CHATTERJEE


Post a Comment

0 Comments

Locate Us

Ad Code