Visitor

NSOU UG ASSIGNMENT SUBMISSION DATE EXTEND

 


আপনারা সবাই জানেন আপনাদের নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় এ UG/BDP ছাত্রছাত্রীদের ASSIGNMENT পরীক্ষা বর্তমানে চলছে। তার সাথে অনেকের অনেক কিছু সমস্যার সম্মখুীন হতে হচ্ছে। আজ আমরা সেই সব সমস্যার সমাধান করার পদ্ধতি শিখবো। তাই সমস্ত UG/BDP ছাত্রছাত্রীদের জন্য পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

যেরকম আপনারা সবাই জানেন নেতাজি মুক্ত বিদ্যালয়ে ASSIGNMENT SUBMISSION এখন চলছে তাঁর মাঝে ছাত্রছাত্রীদের প্রবল সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। প্রথম ও প্রধান সমস্যা হচ্ছে মোবাইলে OTP না আসা। এরকম অনেকের হচ্ছে যাদের মোবাইলে OTP আসছে না। এবার OTP না আসলে আপনারা পরীক্ষা কি ভাবে দেবেন। এখানে বলে রাখা উল্লেখ্য অনেকের EXAM FORM FILL করার সময় যে মোবাইল নম্বর দেওয়া ছিল সেটি হয়ত বর্তমানে নেই বা সেটির বর্তমানে রিচার্জ নেই। এমত অবস্থাই তাদের OTP আসছে না। তো এবার তারা কি করবেন? এই প্রশ্নটি অনেকের মনে বাসা বেধেছে। যদিও নেতাজি মুক্ত বিদ্যালয়ের SYSTEM এর কোন ঠিক নেই, তবুও তারা বার বার ছাত্র সুলভ তথা ছাত্রদরদি আচরণ করেই থাকেন। কিছু দিন আগের কথা RENEWAL করার জন্য কোন কারণ ছারাই UNIVERSITY হটাৎ FEES বাড়িয়ে দেন। কিন্তু ছাত্রদের অনুরোধে ও ছাত্রদের আর্থিকস্তিথি ভেবে আবার পুরাতন RENEWAL FEES এ ফিরে আসেন। এইরকম অনেক দৃষ্টান্ত UNIVERSITY আগে দিয়ে রেখেছে। সেই প্রথা অবলম্বন করেই এইবারও ছাত্রদের কথা চিন্তা করে যাদের মোবাইলে OTP না আসার মত সমস্যা দেখা দিচ্ছে তাদের জন্য /এক বিশেষ উপাই বের করেছেন। যারা এই সমস্যায় পরেছেন তাদের জন্য ৩১/০৭/২০২২ দুপুর ২ টোর পর থেকে ০৫/০৮/২০২২ দুপুর ২ টো পর্যন্ত পোর্টালে একটি নতুন অপশন দেওয়া হচ্ছে। যেটি 'I cannot login with any of my Registered Mobile Number'  এই অপশনটি আপনারা LOG IN পোর্টালে দেখতে পাবেন।


 যেখানে আপনাদের যে কোন বর্তমানে চালু মোবাইল নাম্বার PUT করে OTP নিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে আপনার পরিচয় দিতে হবে যে এই কাজ টি আপনি করছেন নাকি অন্য কেও করছে। তার জন্য আপনার যেকোনো পরিচয় পত্র যেমন আধার কার্ড, ব্যাংক পাস বই, DRIVING LICENCE এর মত কিছু গুরুত্বপূর্ণ DOCUMENTS UPLOAD করতে হবে। এই পদ্ধতিটি করার ৪-৫ ঘণ্টা পর LOG IN পোর্টালে এসে আপনাদের দেওয়া নতুন মোবাইল নাম্বার দিয়ে আপনারা খুব সহজে LOG IN করতে পারবেন। এর সাথে সাথে UNIVERSITY ASSIGNMENT SUBMISSSION করার DATE বাড়িয়ে ০২/০৮/২০২২ এর পরিবর্তে ৩ দিনে বাড়িয়ে ০৫/০৮/২০২২ দুপুর ২ টো পর্যন্ত করা হয়েছে। যেটি পরতেক ছাত্রছাত্রীদের পক্ষেই খুব খুশির খবর।

আবার অনেকের এমন সমস্যাও দেখা যাচ্ছে যে আপনাদের উল্লেখিত বিষয়গুলির কিছু পত্র আপনারা PAUSE করে রাখার সত্তেও নিজে নিজেই SUBMIT হয়ে যাচ্ছে, এই রকম সমস্যা বেশিরভাগ হচ্ছে আপানদের ভুলের জন্য। আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে আপনাদের এই বছরের ASSIGNMENT গুলি সমস্ত পত্র ৫০ পূর্ণমানে হচ্ছে। অর্থাৎ আপনারা এক একটি পত্রের জন্য ৪ বার PAUSE পাবেন। কিন্তু আপনারা ভাবছেন আপনারা ৯ বার PAUSE পাবেন এবং ভুল করে ফেলছেন। আপনারা একটি পত্রের জন্য ৪ বারের বেশি PAUSE পাবেন না। ৪ বারের বেশি PAUSE নিলেই সেই পত্র টি নিজে নিজেই SUBMIT হয়ে যাবে এবং আপনি যতটা উত্তর দিয়েছেন সেটিই SAVE থাকবে। অথএব এই বিষয়টির উপর আপনাদের বিশেষ লক্ষ্য দিতে হবে।

এছাড়াও নেতাজি মুক্ত বিদ্যালয় এর বিগত কয়েকটা SERVER আপনারা দেখেছেন কি পরিমাণে SERVER DOWN থাকে। ASSIGNMENT SUBMISSION এও এর অন্যথা হয় নি। এক্ষেত্রেও SERVER DOWN সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। তাই যখন দেখবেন SERVER DOWN আছে তৎক্ষণাৎ LOG OUT করে বেরিয়ে আসুন।

এই সব কারণ ছারাও অনেকের নিজে নিজেই ASSIGNMENT SUBMISSION COMPLETE হয়ে যাচ্ছে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে। সেক্ষেত্রে আপনারা অতিসত্তর UNIVERSITY HELP LINE নাম্বার ৯৮৩০৩৩৮৯৭৪ এই নাম্বারে যোগাযোগ করে নিজেদের সমস্যা জানাতে পারেন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টার মধ্যে। কিন্তু অনেকে একসাথে এই নাম্বারে ফোন করার জন্য এই নাম্বার তথা UNIVERSITY সমস্ত নাম্বার BUSY পাওয়া যাচ্ছে। এমত অবাস্থায় আপনারা কি করবেন? চিন্তা করার কোন কারণ নেই। এই রকম সমস্যার সম্মুখীন হলে আপনি অতি সত্তর আপনার ASSIGNMENT SUBMISSION COMPLETE হওয়ার পেজের একটি ছবি(SCREENSHOT) তুলে PRINT করে নিন। তার সাথে একটি APPLICATION লিখুন(APPLICATION এর খসরা নিচে দেওয়া হল), এর সাথে আপনাদের ENROLLMENT CERTIFICATE, EXAM FORM FILL UP RESIT, ASSIGNMENT SUBMISSION SLIP এই সবগুলি PRINT/XEROX করে, সব DOCUMENTSএর নিচে নিজের সাক্ষর করে তারিখ দিয়ে সব গুলি একসাথে করে একটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় SPEED POST করুন। ঠিকানাটি হল- The Examination Controller, Netaji Subhash Open University, 134/1, Meghnath Saha Sarani, Kolkata-700029

এই সমস্ত সমস্যার সম্মখিন হচ্ছেন ছাত্রছাত্রীরা। যতটা সম্ভব হল সমস্যা গুলির সমাধান নিয়ে আলোচনা করা হল। এছাড়াও আপনাদের কোন সমস্যা থাকলে আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন।

***OFFICIAL NOTICE click here

***আবেদন পত্রের খসরাঃ- 

To,

The Examination Controller,

Netaji Subhash Open University,

134/1, Meghnath Saha Sarani,

Kolkata-700029

       Sub:- ত্রুটির কারণে Assignment-এর পত্রগুলি নিজে নিজে Complete হয়ে যাওয়ার জন্য আবেদন পত্র।


মাননীয়,

       মহাশয়/মহাশয়া, আমি ________, আমার Enrollment No.- _________, UG 1st Year, ________ অনার্স ________ কলেজ Study Centre থেকে। আমি Assignment Exam দেওয়ার জন্য গত __/__/২০২২ তারিখে নির্দিষ্ট Portal-Log In করার পর দেখি কোন ত্রুটির কারণে আমার যে বিষয়গুলি(CC-____, GE-____, AE-___,____) ছিল সবগুলির সব পত্রের পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। যদিও আমি নিজে কোন পরীক্ষা দিই নি। আমার ব্যক্তিগত তথ্য তথা OTP-ও কাওকে প্রদান করি নি।


       এমত অবস্থায় আমি খুব চিন্তায় আছি আমার উক্ত বিষয়গুলির Assignment পরীক্ষা নিয়ে। এটি সম্পূর্ণ ত্রুটির কারণে হইয়াছে।


       সুতরাং, মহাশয় যদি আমাকে আবার Assignment পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে বাধিত থাকিব।


তাং:-                                                                       ইতি বিনীত



YOU MAY JOIN THE UG 1st YEAR ARTS UNION GROUP BY CLICKING HERE

IF YOU WANT TO CONTACT ME IN FACEBOOK THEN CLICK HERE

IF YOU WANT TO CONTACT ME IN TWITTER THEN CLICK HERE

IF YOU WANT TO CONTACT ME IN INSTAGRAM THEN CLICK HERE

IF YOU HAVE ANY QUERIES, THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.

SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.


THANK YOU

Written by:- PRATAP CHATTERJEE


Post a Comment

0 Comments

Locate Us

Ad Code