Visitor

scholarship for distance learning

 scholarship for distance learning


    নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় এর অন্তর্গত এমন অনেক ছাত্রছাত্রী আছেন যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তারা অনেক কষ্টে তাদের স্নাতক/স্নাতকোত্তর পড়াশুনো চালাচ্ছেন। তাদের জন্য SCHOLARSHIP শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই পোস্টের মাধ্যমে আমরা জানব সত্যি কি নেতাজি মুক্ত বিদ্যালয়ে পঠরত অবস্থায় আমরা কি কোন রকম কোন বৃত্তি পেতে পারি। যদি হ্যাঁ হয় তাহলে তার সত্যতা কতটা। যদি হ্যাঁ হয় তাহলে কি ভাবে আবেদন করবো? কত টাকা পাওয়া যাবে? কোথায় আবেদন করতে হবে? এই সব বিষয় নিয়ে আলোচনা করবো। তাই পুরো পোস্টটি মনোযোগ সহকারে ভাল ভাবে পরুন কারণ এটি আপনাদের খুবই উপকারে লাগবে।

    আগের পোস্টের মাধ্যমে আমরা জেনে ছিলাম যে নেতাজি বিদ্যালায় থেকে একটি বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই বৃত্তিটি যারা কম নম্বার পেয়েছেন পূর্ববর্তী পরীক্ষায় তাদের জন্য খুব উপকারী click here। কিন্তু যারা বেশি নম্বার পেয়েছে তারা কি করবেন। তারা কি বৃত্তি পাবেন না? অনেকের মনে ধারনা আছে DISTANCE এর CERTIFICATE কোথাও কাজে লাগে না। কিন্তু তারা জানেন না বর্তমানে DISTANCE এর CERTIFICATE সমান মর্যাদা পায় যতটা REGULAR এর CERTIFICATE পায়। তাই যদি REGULAR COURSE এর ছাত্রছাত্রীরা বৃত্তি পায় তাহলে DISTANCE এর ছাত্রছাত্রীদেরও বৃত্তি পাওয়া দরকার। অনেকে ভাবেন DISTANCE এ পরলে বৃত্তি পাওয়া যায় না। তো আমি জানাতে পেরে খুশি হব যে বর্তমানে DISTANCE এ পঠরত সকল UNIVERSITYএর ছাত্রছাত্রীরা বৃত্তি পাবে, যদি সেই UNIVERSITY UGC এর অন্তর্ভুক্ত হয় তাহলে।

    আপনারা সবাই জানেন আমাদের NETAJI SUBHASH OPEN UNIVERSITY UGC এর অন্তর্ভুক্ত একটি UNIVERSITY। অথএব NETAJI SUBHASH OPEN UNIVERSITY SCHOLARSHIP পাবে। অর্থাৎ NSOU এর সকল ছাত্রছাত্রীরা বৃত্তি পাবে। আমার আগের পোস্টে আমি জানিয়েছি NETAJI SUBHASH OPEN UNIVERSITY থেকে যারা ৫০% থেকে ৬০% নাম্বার পেয়েছেন তাদের জন্য আর্থিক অনুদান প্রদান করার ব্যাপারে বলা হয়েছে, তারপর অনেকে জানতে ছেয়েছেন যারা ৬০% এর উপর নাম্বার পেয়েছেন তাদের কি হবে? তারা কি SCHOLARSHIP পাবে না? অনেক খোঁজ করার পর জানতে পারলাম এই বছর থেকে DISTANCE-এ পঠরত ৬০% বা তার বেশি নাম্বার পাওয়া ছাত্রছাত্রীরা SCHOLARSHIP-এর জন্য আবেদন করতে পারবেন।

    তো এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে, 'তুমি তো বলে দিলে বৃত্তি পাবে কিন্তু কোথাও তো দেখছি না বৃত্তি পাওয়ার কথা'। আমরা যারা DISTANCE/NSOU তে পড়াশুনো করি, আমাদের মনের মধ্যে ঢুকে থাকে যে আমরা কোন বৃত্তি পাব না, তাই আমরা কোথাও চেষ্টাও করি না বৃত্তি এর জন্য। তাই আমরা জানতেও পারি না। এবার অনেকে বলবেন, 'আমরা CYBER CAFE তে খবর নিয়েছি তারা বলেছে NSOU এর কোন বৃত্তি হয় না'। দেখুন মাথা যদি আপনার ফাটে তাহলে চুনটাও আপনাকেই নিতে হবে। কেও নিজে থেকে চুন দেবে না। তাই আমরা যখন COURSE করছি তাই খোঁজ খবর আমাদেরকেই করতে হবে।

  •     বৃত্তি কারা পাবেন এবং কত টাকা পাবেন?

  • UG/BDP COURSE এর ক্ষেত্রে HS-এ ৬০% নাম্বার প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীরা ১০০০-১৫০০ টাকা প্রতি মাসে বৃত্তি পাবেন।
  • PG COURSE এর ক্ষেত্রে স্নাতক স্তরে ৫৩% নাম্বার প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীরা ২০০০-২৫০০ টাকা প্রতি মাসে বৃত্তি পাবেন।
  • এছাড়াও ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল COURSE-এ পঠরত ছাত্রছাত্রীরা এই SCHEME এ বৃত্তি পাবেন।

***The total family income for the prospective scholars will be not more than Rs. 2,50,000/- per annum.

  •     এরপর প্রশ্ন হল এই বৃত্তি পেতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে?

            ১. সর্বশেষ যোগ্যতা পরীক্ষার মার্কশিট (উভয় পক্ষ)।

            ২. সর্বশেষ যোগ্যতা পরীক্ষার Admit Card।

            ৩. Family Income Certificate in original.

            ৪. ব্যাংক পাস বইয়ের প্রথম পৃষ্ঠা।

            ৫. Domicile Certificate(রেশন কার্ড / ভোটার আইডি / আধার কার্ড ইত্যাদি)।

            ৬. মাধ্যমিক পরীক্ষার Admit Card।

            ৭. অনলাইনে ভর্তির প্রাপ্তি।

            ৮. বর্তমানে পঠরত শিক্ষাস্থানের সম্পূর্ণ COURSE FEES।

            ৯. ***এক্ষেত্রে বিগত বছরগুলো তে দেখা গেছে এই বৃত্তি বর্তমান শিক্ষাবর্ষ থেকে পূর্ববর্তী ৩ বছরের PASS OUT HS শিক্ষার্থীরাই আবেদন করতে পারতেন। কিন্তু এই বছর হয় তো মুক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তার অন্যথা হতে পারে। 

    উপরোক্ত ডকুমেন্টস গুলি কে স্ক্যান করে পিডিএফ (pdf) ফরমেটে আপলোড করতে হবে।এবং ডকুমেন্টস গুলির সাইজ ৪০০ কে.বি -এর বেশি হওয়া চলবে না। তবে ছবি এবং স্বাক্ষর হবে জেপিজি/জেপিইজি (jpg/jpeg) ফরমেট এবং সাইজ যথাক্রমে ২০ কেবি থেকে ৫০ কেবি এবং ১০কেবি থেকে ২০কেবি ।

  •     কি ভাবে আবেদন করতে হবে?

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। অফলাইনে কোন ভাবেই এই বৃত্তি আবেদন করতে পারবেন না। অনলাইনে আবেদন করার জন্য আপনাদের নির্দিষ্ট পোর্টালে যেতে হবে। তারপর নির্দিষ্ট ছক থেকে আপনাদের মানানসই ঘরে Click করতে হবে। সেখানে আপনারা একটি Registration Form পাবেন। সেই Form টি নিখুঁত ভাবে Fill Up করতে হবে। সেখানে আপনারা একটি Username ও Password পাবেন। যেগুলি পরবর্তী Process এর জন্য কাজে লাগবে। এরপর আপনাদের যাবতীয় তথ্য যেমন Previous Education Qualification, Address, Present Course of Study, Bank Account Number এই সব প্রদান করতে হবে।

  •     আবেদন পক্রিয়া কি?

            ১. প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

            ২. তারপরে ‘ Registration‘ এ ক্লিক করুন।

            ৩. এরপর ‘Apply for Fresh Application’ বোতামে ক্লিক করুন।

            ৪. আপনাকে নিজের Name, Email, Phone Number, Date of Birth, ইত্যাদি সরবরাহ করে এই বৃত্তি অ্যাপ্লিকেশন পোর্টালে নিজেকে  Registrationনিবন্ধন করতে হবে।এই সময় আবেদনকারীকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, যেটা পরবর্তীকালে লগইন করার সময় কাজে লাগবে।

            ৫. সফল registration পরে, আবেদনকারী একটি ‘Application ID' পাবেন। যার সাহায্যে তিনি অনলাইনে লগইন করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন আইডি অবশ্যই পরবর্তী ব্যবহারের জন্য লিখতে হবে। 

            ৬. এরপর আবেদনকারীকে Application ID এবং Password দিয়ে লগ ইন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে ড্যাশবোর্ডে ‘Edit Profile / Application’  বিকল্পে ক্লিক করতে হবে।

            ৭. এখন অনলাইনে আবেদন ফরম সঠিকভাবে সব তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং আবেদনকারীর স্ক্যান করা ছবি ও স্বাক্ষর ওয়েবসাইটে আপলোড করতে হবে। তারপর‘Save & Next’বাটনে ক্লিক করে পরবর্তী অংশে যান।

            ৮. এরপর আবেদনকারীকে উপরের দেওয়া ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।

            ৯. এখন আবেদনকারীর দেওয়া সমস্ত তথ্য অনলাইনে সেভ হয়ে গেছে।

            ১০. এই সমস্ত তথ্য আর একবার ভালো করে দেখে নিয়ে ‘Finalize Application‘ অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আবেদনকারী আর কোন তথ্য Edit করতে পারবে না।

  •     OFFICIAL WEBSITE:- click here
  • Registration Page:- click here
  •     আবেদন করার তারিখঃ-

এই বছর আবেদন করার তারিখ এখনও প্রকাশ করা হয় নি। তবে গত বছর নভেম্বর মাসে আবেদন পক্রিয়া শুরু হয়েছিলো, তাই আশা করা যায় এইবছরও ঐ রকম সময়েই আবেদন পক্রিয়া শুরু হবে। Registration পক্রিয়া শুরু হলেই জানিয়ে দেওয়া হবে এই Website এর মাধ্যমে, তাই Website-টার Notification ON করে রাখুন।

*এই রকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চোখ রাখুন NSOU-HELP এর website এ।


YOU MAY JOIN THE UG 1st YEAR ARTS UNION GROUP BY CLICKING HERE

IF YOU WANT TO CONTACT ME IN FACEBOOK THEN CLICK HERE

IF YOU WANT TO CONTACT ME IN TWITTER THEN CLICK HERE

IF YOU WANT TO CONTACT ME IN INSTAGRAM THEN CLICK HERE

IF YOU HAVE ANY QUERIES, THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.

SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.


THANK YOU

Written by:- PRATAP CHATTERJEE

Post a Comment

0 Comments

Locate Us

Ad Code