Visitor

how to appear for Samadhan scholarship exam


    আপনারা যেমনটা জানেন আগের পোস্টের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি যে এমন একটি Scholarship আছে জেটি যেকেও পেতে পারে টা সে Regular, Open, Distance Student হোক না কেন। এমন কি যারা এখন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও এই Scholarship-এর জন্য আবেদন করতে পারবেন। তো আপনি যদি সেই পোস্টটি না দেখে থাকেন তাহলে এখুনি ঐ পোস্টটা দেখে আসুন। ঐ পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

    আজকের এই পোস্টটির মাধ্যমে আমরা জানব এই Samadhan Scholarship-এর ONLINE EXAM কি ভাবে দিতে হবে আপনাদের মোবাইল থেকে। তাই আজকের পোস্টটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই খুব যত্ন সহকারে পোস্টটি পরুন এবং এই রকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য এখুনি এই Website-টি Subscribe করে রাখুন। তারফলে আমার প্রকাশ করা সমস্ত পোস্ট আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর আপনি নিজেকে অবগত রাখতে পারবেন এই সব বিষয়ে।

    Scholarship Test দেওয়ার আগে অবশ্যই আপনাদের ফর্ম ফিল উপ করতে হবে ১৭.০৮.২০২২ তারিখের মধ্যে। আপনার ফর্ম ফিল উপ সম্পূর্ণ স্পম্পন্ন হলে তবেই আপনি Samadhan Scholarship Test দিতে পারবেন।

কি ভাবে এই পরীক্ষা দেবেন?

১. প্রথমে আপনাদের Medhavi Scholarship Mobile App-টি খুলতে হবে।

২. তারপর আপনাদের সামনে নীচে দেওয়া চিত্রের মত একটি পেজ আসবে।



৩. এই পেজ-এর Online Test Option-এ ক্লিক করতে হবে।



৪. এরপর উপরের চিত্রের মত যে পেজটি আসবে তার একদম উপরের দিকে দেখবেন একটি On/Off Button আছে। ঐ Button-টা Scholarship Test-এর দিকে করে দেবেন। 



৫. এরপর দেখবেন SCHOLARSHIP TEST লেখার ঠিক নীচে SAMADHAN-2022 লেখা আছে। ওখানে ক্লিক করবেন।



৬. এখানে আপনার Online Test দেওয়ার মেইন পেজ চলে আসবে। এখানে দেখতে পাবেন LOG IN FOR EXAM লেখা আছে। ঐ লেখার উপর ক্লিক করলে আপনাদের সামনে Online Exam Portal চলে আসবে। সেখান থেকে আপনারা খুব সহজে Scholarship Exam দিয়ে দিতে পারবেন।


  • আর একটি গুরুত্বপূর্ণ তথ্য জেটি আগের পোস্ট-এ বলা হয় নি সেটি হল Documents। এই Scholarship পেতে গেলে কি কি Documents আপনাদের থাকতে হবে?

        ১. ভারতীয় নাগরিকত্ব প্রমাণ(আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড)

        ২. মাধ্যমিক পরীক্ষার ADMID

        ৩. মাধ্যমিক পরীক্ষার RESULT & CERTIFICATE

        ৪. পূর্বে পাস করা পরীক্ষার Result

        ৫. নিজের নামের প্যান কার্ড*

        ৬. নিজের নামের BANK ACCOUNT

        ৭. সক্রিয় ব্যাংক Account


*যদি কারোর নিজের প্যান কার্ড না থাকে তাহলে তারা INSTANT PAN CARD বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা PHYSICALLY PAN CARD পাবেন না। শুধু মাত্র প্যান নাম্বার পাবেন। পরে Apply করে Physical Pan Card করিয়ে নিতে পারবেন।


তো এই ছিল আজকের পোস্ট কোন জিজ্ঞাস্য থাকলে অবশ্যই কমেন্ট/Contact Form/Contact Us-এ গিয়ে লিখতে পার। এছাড়াও আমার সাথে যোগাযোগ করার জন্য আমার Social Media Handle নীচে দেওয়া আছে। সেখান থেকে আমাকে মেসেজ করতে পারেন।


*এই রকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চোখ রাখুন NSOU-HELP এর website এ।


YOU MAY JOIN THE UG ARTS UNION GROUP BY CLICKING HERE

IF YOU WANT TO CONTACT ME IN FACEBOOK THEN CLICK HERE

IF YOU WANT TO CONTACT ME IN TWITTER THEN CLICK HERE

IF YOU WANT TO CONTACT ME IN INSTAGRAM THEN CLICK HERE

IF YOU HAVE ANY QUERIES, THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.

SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.


🙏THANK YOU🙏


Written by:- PRATAP CHATTERJEE

Post a Comment

0 Comments

Locate Us

Ad Code