Visitor

Scholarship for All Learners

অনেক দিন থেকে বিভিন্ন জায়গা থেকে  বৃত্তি পাবার জন্য অনেকে জিজ্ঞাসা করছেন। অনেকে বলেছেন যারা OPEN-এ পড়াশুনো করছেন তারা নাকি  বৃত্তি পাবে না। আমি আমার আগের ২ টি পোস্টের মাধ্যমে আপনাদের এই সব প্রশ্নগুলির সমাধান করে দিয়েছি। যারা যারা ৫০%-৬০% উচ্চমাধ্যমিকে পেয়েছেন তারা NSOU-এর আর্থিক সহায়তা পাবেন আর ৬০% বেশি নাম্বার পাওয়া শিক্ষার্থীরা অন্য একটি SCHOLARSHIP পাবেন, সব আমার আগের পোস্ট গুলিতে বলা আছে সম্পূর্ণ DETAILS-এ।

এবার অনেকে প্রশ্ন হল যারা অনেক দিন আগে উচ্চমাধ্যমিক পাস করেছেন বা যারা ৫০%-এর কম নাম্বার পেয়েছেন তারা কি তাহলে কিছুই পাবেন না? তো আমি আবারও জানাতে পেরে খুশি হব যে এমন একটি SCHOLAESHIP-এর খোঁজ আমি পেয়েছি জেটিতে যে কোন বছর থেকে পাস করুন না কেন, আপনি পূর্ববর্তী পরীক্ষায় যত নাম্বার পেয়ে থাকুন না কেন আপনারা সবাই এই SCHOLARSHIP-এর জন্য আবেদন করতে পারবেন। হ্যাঁ একদম ঠিক আপনারা সবাই এই SCHOLARSHIP-এর জন্য আবেদন করতে পারবেন। শুধুমাত্র আপনাকে মাধ্যমিক পাস করতে হবে (তা সে আপনি যেকোনো % পেয়ে থাকুন না কেন) তাহলেই আপনি আবেদন করতে পারবেন। আপনি মুক্ত বিদ্যালয়ে পরুন বা Regular-এ পরুন সবাই পাবেন এই SCHOLARSHIP।

আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সবার কাছেই তাই পোস্টটি খুব মনোযোগ সহকারে ভালভাবে পরুন। একটা পয়েন্ট মিস হলে আপনি কিন্তু এই Scholarship পাবেন না। তাই খুব মনোযোগ সহকারে যত্ন নিয়ে এই পোস্টটি পরুন। কোথাও কোন প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া কমেন্ট বক্স/Contact Form/Contact Us-এ ক্লিক করে। যদি আপনার এতুটুকুও সাহায্য আমি করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। আপনাদের যদি এই পোস্ট থেকে সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই Website টা Subscribe করে রাখবেন, যাতে আমাদের পোস্ট করা সমস্ত তথ্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাই এবং আপনারা সতর্ক থাকেন।


MEDHAVI National Scholarship Scheme – SAMADHAN Scholarship Examination – 2022


  • About Medhavi Scholarship:-

        মানব সম্পদ উন্নয়ন মিশন (HRDM) এর অধীনে মেধাভি জাতীয় বৃত্তি প্রকল্প সমধান বৃত্তি পরীক্ষা - 2022-এর জন্য অনলাইন আবেদনের আমন্ত্রণ জানিয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন শুধুমাত্র মেধাবী অ্যাপের মাধ্যমে করা হবে, অন্য কোন উপায় উপলব্ধ এবং প্রযোজ্য নয়।

  • Aim of Samadhan Scholarship:- 

        সমধানের লক্ষ্য হল অধ্যয়নরত বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের বিভিন্ন চাকরি, ভর্তি, ইত্যাদির আবেদন/রেজিস্ট্রেশন ফি প্রদানের জন্য অর্থ প্রদান করা। SAMADHAN সকলের কাছ থেকে স্কলারদের ছোট স্কলারশিপের অর্থ (৩০০ থেকে ২০,০০০ টাকা) প্রদান করে। নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বৃত্তির অংশগুলি সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এই সামান্য অর্থ এই ধরনের স্কলারদের বিভিন্ন মেধাবী বৃত্তি পরীক্ষা যেমন স্বাভিমান, সাক্ষম, স্বালম্বন এবং নিউজেন সহ চাকরির বিভিন্ন অর্থপ্রদানের আবেদনপত্র, প্রবেশিকা পরীক্ষা, বৃত্তি, ইত্যাদি পূরণ করতে সাহায্য করে।

  •     Important Dates And Instructions

        1. Registration Start On                                      04.07.2022

        2. Registration Closed On                                  17.08.2022

        3. Online Exam Date                                         28.08.2022

        4. Answer Key, Raise Objection(if any)            29.08.2022

        5. RESULT                                                         31.08.2022

        6. Documents & Bank A/C Details Submit         01.09.2022

        7. Verification & Scholarship Distribution          02.05.2022

        8. Process End On                                               10.09.2022

  • ELIGIBILITY CRITERIA:-

    একজন প্রার্থীকে অবশ্যই একটি বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন (10 তম) বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার দ্বারা স্বীকৃত। প্রার্থীদের অবশ্যই নিশ্চিত করতে হবে রেজিস্ট্রেশনের শেষ তারিখ (30.07.2021) বা তার আগে পাস সার্টিফিকেট আছে। 

    ম্যাট্রিকুলেশন / 10th শুধুমাত্র ন্যূনতম যোগ্যতা যার মানে যারা আছে মাধ্যমিক/দ্বাদশ, স্নাতক, স্নাতকোত্তর বা অন্য কোনো ডিগ্রি/ডিপ্লোমা পাস এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

  • AGE LIMIT:

    সকল শ্রেণীর প্রার্থীদের জন্য সর্বনিম্ন বয়সসীমা ১৬ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর।

  • CITIZENSHIP:

একজন প্রার্থী অবশ্যই হতে হবেঃ

(ক) ভারতের নাগরিক, বা (খ) নেপালের প্রজা, বা (গ) ভুটানের প্রজা, অথবা (d) একজন তিব্বতি উদ্বাস্তু যিনি 1লা জানুয়ারি, 1962 সালের আগে ভারতে এসেছিলেন ভারতে স্থায়ীভাবে বসতি স্থাপন করা, অথবা (ঙ) ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি যিনি পাকিস্তান থেকে চলে এসেছেন।

তবে শর্ত থাকে যে উপরের (খ), (গ), (ঘ) এবং (ঙ) ক্যাটাগরির একজন প্রার্থী একজন ব্যক্তি হতে হবে যার পক্ষে ভারত সরকার কর্তৃক যোগ্যতার একটি শংসাপত্র জারি করা হয়েছে।

  •     SCHEME OF EXAMINATION

  বৃত্তির জন্য নির্বাচন প্রক্রিয়া একাধিক পছন্দের একটি অনলাইন পরীক্ষা নিয়ে গঠিত প্রশ্ন (MCQs)।

        *The structure of the Examination is as follows:

1. Reasoning - 6x1=6

2. Quantitative Aptitude - 6x1=6

3. General Studies - 4x1=4

4. English - 4x1=4

Full Marks of Exam - 20

Duration of Exam - 10 minits

NOTE: All questions will be available in English & Hindi except the English Language section.

          *ভুল উত্তরের জন্য শাস্তি:- প্রতিটি ভুল উত্তরের জন্য নির্ধারিত নম্বরের ১/৩ (এক তৃতীয়াংশ) যে প্রশ্নে জরিমানা হিসাবে কাটা হবে. যদি একটি প্রশ্ন খালি রাখা হয়, অর্থাৎ কোন উত্তর দ্বারা চিহ্নিত করা না হয়, তবে সেই প্রশ্নের জন্য কোন নাম্বার কাটা হবে না।

**Test will be conducted only on MEDHAVI ANDROID APPLICATION

  •         FEE FOR TEST
        যেকোন শ্রেণীর প্রার্থীদের জন্য কোন রেজিস্ট্রেশন ফি নেই, যার মানে রেজিস্ট্রেশন 100% বিনামূল্যে।

  •     কত টাকা পাওয়া যাবে?

উক্ত পরীক্ষায় প্রাপ্ত নাম্বারএর ৮০% এর উপরে অর্জন করা ৩ জন শিক্ষার্থীকে সব থেকে বেশি অর্থ প্রদান করা হবে। যার বিভাজন হবে কিছুটা এইরকমঃ

            Rank 1st                 Rs. 20,000/-

            Rank 2nd                Rs. 10,000/-

            Rank 3rd                Rs. 5,000/-

এছাড়াও যারা ৮০% এর নিচে এবং ৪০% এর বেশি নাম্বার পাবেন তারাও  বৃত্তি লাভ করবেন। তাদের বিভাজন হবে কিছুটা এই রকমঃ

            Type A                    Rs. 1,000/-       ৬০%-৮০%       প্রথম ১০৪৮ জন পাবেন এই অর্থ

            Type B                    Rs. ৫০০/-            ৫০%-৬০%       দ্বিতীয় ১৩৪৮ জন পাবেন এই অর্থ

            Type C                    Rs. 300/-            ৪০%-৫০%        পরবর্তী ২৪৭৫ জন পাবেন এই অর্থ

অর্থাৎ সব মিলিয়ে মোট ৪৮৭৪ জন এই বৃত্তি এর অর্থ পাবেন।

  • সফল প্রার্থীদের জন্য বৃত্তি প্রদান

১. ফলাফল ঘোষণার পর, শুধুমাত্র সফল প্রার্থীদের প্রয়োজনীয় ব্যাঙ্ক বিস্তারিত প্রদান করতে হবে।

২. প্রার্থীদের বৃত্তির পরিমাণ ব্যাংকে স্থানান্তরের মাধ্যমে প্রদান করা হবে শুধুমাত্র সফল প্রার্থীর নামে অ্যাকাউন্ট (ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্কের IFS কোড ব্যবহার করে)। সমস্ত আবেদনকারীদের তাদের নিজের নামে একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে নির্দেশ দেওয়া হয় কেবল।



  • সক্রিয় বৃত্তি পরীক্ষা/পরীক্ষার জন্য আবেদন করার ধাপ:

বৃত্তি পাওয়ার জন্য নিবন্ধন একটি বাধ্যতামূলক প্রক্রিয়া, ইচ্ছুক প্রার্থীদের মেধাবী বৃত্তি পরীক্ষা/পরীক্ষার জন্য নিবন্ধন করতে মেধাভি অ্যাপ ডাউনলোড করতে হবে।

একজন প্রার্থীকে বৃত্তি পরীক্ষা/পরীক্ষার জন্য নিবন্ধন করার জন্য নীচের পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে।



১. গুগল প্লে স্টোর থেকে মেধবী ন্যাশনাল স্কলারশিপ অ্যাপ ডাউনলোড করুন। লিঙ্ক এখানে দেওয়া হল



২. উপরে দেওয়া চিত্রের মত একটি পেজ আপনাদের সামনে আসবে। এখানে আপনারা Registration Option-এ ক্লিক করবেন।



৩. এরপর উপরের চিত্রের মত পেজটির SCHOLARSHIP TEST Option-এ ক্লিক করুন।


৪. এরপর উপরের চিত্রের মত এই পেজটির SAMADHAN-2022 Option-এ ক্লিক করুন।


৫. এরপর উপরের দেওয়া চিত্রের মত পেজটির নিচের দিকে LOG IN Option-এ ক্লিক করুন।


৭. এখানে আপনাদের SIGN UP করতে হবে আপনাদের মোবাইল নাম্বার ও পছন্দসই একটি PASSWORD দিয়ে। তারপর আপনাদের দেওয়া মোবাইল নাম্বার-এ একটি OTP আসবে।


৮. OTP দেওয়ার পর এই রকম একটা FORM চলে আসবে। এখানে আপনাদের নিজেদের তথ্য দিয়ে ভালভাবে FORM FILL UP করতে হবে।



৯. আবেদনপত্র জমাদান।

১০. প্রার্থীরা নিশ্চিতকরণ ইমেল/এসএমএস পাবেন।

১১. সফলভাবে রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন ফর্মটি SUCCESS হিসেবে স্ট্যাটাস দেখাবে।

১২. একবার আপনার স্ট্যাটাস সফল হয়ে গেলে, আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ।


***আবেদন করার শেষ তারিখ ১৭.০৮.২০২২। তাই সবাই খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।


Official Website:- click here


*এই রকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চোখ রাখুন NSOU-HELP এর website এ।


YOU MAY JOIN THE UG ARTS UNION GROUP BY CLICKING HERE

IF YOU WANT TO CONTACT ME IN FACEBOOK THEN CLICK HERE

IF YOU WANT TO CONTACT ME IN TWITTER THEN CLICK HERE

IF YOU WANT TO CONTACT ME IN INSTAGRAM THEN CLICK HERE

IF YOU HAVE ANY QUERIES, THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.

SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.


🙏THANK YOU🙏


Written by:- PRATAP CHATTERJEE

Post a Comment

0 Comments

Locate Us

Ad Code