Visitor

COMPLETE YOUR COURSE IN NSOU UG ONLINE



নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালায়ের অন্তর্গত বিভিন্ন কলেজে হয় তো আপনারা পড়াশুনো করছেন, তার জন্যই এই পোস্ট আপনারা দেখছেন। যারা যারা UG COURSE করছেন তারা হয় তো অনেকেই জানেন না কি ভাবে ONLINE এ তাদের সমস্ত COURSE এর পড়াশুনো সম্পন্ন করা যায়। আবার অনেকে নিজের COURSE সম্পর্কে সচেতন নন। 

তাদের জানিয়ে রাখতে চাইব আপনাদের COURSE এর সমস্ত DETAILS সহ STUDY MATERIAL, বই এবং পড়াশুনো বিষয়ক সমস্ত কিছু পেয়ে যাবেন। এবং এখান থেকেই আপনারা সম্পন্ন করতে পারবেন। কি ভাবে আপনাদের COURSE এর পড়াশুনো করবেন সেটা আজ দেখাবো। 

  • প্রথমত আপনাদের Google এ গিয়ে SEARCH করতে হবে NSOU STUDENT LOG IN, SEARCH করার পর নিচের দেওয়া চিত্রটির মত একটা PAGE আপনাদের সামনে চলে আসবে।
  • আপনারা দেখতে পাবেন একদম উপরে যে LINK টি রয়েছে ওখানে click করতে হবে।

  • এরপর আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে এখানে আপনাদের USER ID এবং PASSWORD দিয়ে LOG IN করতে হবে। সাধারণত আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন সেটিই আপনাদের USER ID, PASSWORD হয়। 

  • এরপর আপানদের সামনে উপরের চিত্রটির মত একটি পেজ চলে আসবে। এখানে আপনাদের COURSE এর সমস্ত DETAILS পেয়ে যাবেন। আপনাদের সমস্ত STUDY MATERIAL পেয়ে যাবেন। এবং এখান থেকেই আপনারা আপনাদের পড়াশুনো অনলাইনে সম্পন্ন করতে পারবেন।

  • এই পেজের যেখানে আপনাদের SELECTED PAPER গুলি দেখাচ্ছে সেখানে CLICK করবেন। সাথে সাথে আপনাদের সেই PAPER এর সমস্ত ACTIVITY চলে আসবে(including syllabus, e-SLM, mcq, activity task)।

  • উপরের চিত্রটির মত একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এই পেজর ডান দিকে একটা ㄑচিহ্ন থাকবে। এই く চিহ্নটির উপর CLICK করতে হবে। তাহলে দান দিকে একটি ড্রপ বক্স খুলে যাবে। সেখানে ACTIVITY এর নিচে একটি নীল রঙের BOX থাকবে। ওই বক্সের প্রথম ঘরে TOUCH করলে নিচে একটা ACTIVITY চলে আসবে(নিচের চিত্রটির মত)। যে ACTIVITY টি থাকবে সেটিতে TOUCH করতে হবে।

  • এখানে পর পর আপনাদের activity গুলি আসবে সে গুলি পর পর পড়ে আপনাদের পড়াশুনো গুলি শেষ করতে হবে। একটি ACTIVITY শেষ হলে NEXT ACTIVITY তে TOUCH করে পরবর্তী ACTIVITY তে যেতে পারবেন।

  • এই ভাবেই আপনাদের COURSE টি সম্পন্ন করতে পারবেন।




YOU MAY JOIN THE UG 1st YEAR ARTS UNION GROUP BY CLICKING HERE

YOU MAY LIKE THIS POST.
IF YOU HAVE ANY QUARIES THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.
SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.

THANK YOU

Written by:- PRATAP CHATTERJEE

Post a Comment

0 Comments

Locate Us

Ad Code