Visitor

NSOU UG NEW ADMISSION 2022-23

 



  • নেতাজী সুভাষ ওপেন ইউনিভারসিটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় স্টাডি সেন্টারের মাধ্যমে প্রত্যেক বছর লাখো লাখো ছাত্র-ছাত্রী দের শিক্ষা দান করে চলেছে। বিশেষত যারা কোনো কারণে তাদের পড়াশুনো শেষ করে উঠতে পারেন নি, সে ব্যক্তিগত কারণেই হোক বা পয়সার অভাবেই হোক কিম্বা কম নাম্বারের কারণেই হোক। এই সমস্ত ছাত্রছাত্রীরা  খুব কম খরচায় এবং সপ্তাহে এক দিন ক্লাস করে তাদের পড়াশুনো চালিয়ে যেতে পারেন, পাশাপাশি কোনো কাজের মধ্যে যুক্ত থেকেও। এই ভাবে তারা তাদের নিজেদের সংসার খরচাও চালাতে পারবেন সাথে নিজের পড়াশুনোও সম্পূর্ণ করতে পারবেন।

  • যারা DISTANCE এ পড়াশুনো করতে চান তাদের জন্য নেতাজি সুভাষ মুক্ত বিষ্যবিদ্যালায় একটি দারুণ নিদর্শন। NSOU এর CERTIFICATE সব জায়গাই গ্রাহ্য। অথএব ছাত্রছাত্রীদের মধ্যে NSOU খুবই পছন্দের একটি সংস্থা। এই সংস্থার মাধ্যমে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী প্রত্যেক বছর স্নাতক ও স্নাতকোত্তর COURSE এ উত্তীর্ণ হচ্ছে তাও আবার খুব কম খরচে, নিজের জীবিকা নির্বাহের পাশাপাসি। এই সংস্থার মাধ্যমে আপনারা UG, PG, BED, VOCETIONAL এছাড়াও আরও অনেক COURSE আপনারা করতে পারবেন।

  • এছাড়াও আপনাদের জন্য প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য PERSONAL STUDY MATERIAL দেওয়া হয়। যেটা থেকে শিক্ষার্থীরা খুব সহজেই নিজের পাঠক্রম ডিজিটালি সম্পন্ন করতে পারেন।

  • আপনারা যারা DISTANCE থেকে UG/BDP COURSE করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ। NSOU এর ২০২২-২৩ ACEDAMIC YEAR এর ভরতির NOTICE PUBLISHED হয়েছে আজ(১৮-০৭-২০২২)। যারা যারা তাদের HONOURS সম্পূর্ণ করতে পারেন নি বা যারা অন্য কোথাও কোনো COURSE করছেন বা কোনো কাজে যুক্ত আছেন UG করতে চান, তারা আজেই আবেদন করুন। 
ONLINE ভর্তি বিজ্ঞপ্তি স্নাতক প্রোগ্রাম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি (NSOU) সকল সম্ভাব্য আবেদনকারীদের স্বাগত জানায়। NSOU নামে পরিচিত বিশ্ববিদ্যালয়টি ভারতের একটি প্রিমিয়ার স্টেট ওপেন ইউনিভার্সিটি, UGC-DEB এবং NAAC দ্বারা স্বীকৃত গ্রেড A এর সাথে স্বীকৃত। বিশ্ববিদ্যালয়ের আছে 15টি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য পছন্দ ভিত্তিক ক্রেডিট সিস্টেম (CBCS) প্রয়োগ করা হয়েছে, বিএ ছাড়া 2021-22 শিক্ষাবর্ষ থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে (ইপিএ) যা 2022-23 শিক্ষাবর্ষ থেকে বাস্তবায়িত। বিশ্ববিদ্যালয়ে প্রবেশকারী শিক্ষার্থীরা নিজেদেরকে সমৃদ্ধ করবে এবং এই যাত্রার মধ্য দিয়ে তাদের প্রকৃত উদ্দেশ্য পূরণ করবে যা তারা দেশ ও সমাজের মঙ্গল সৃষ্টিতে অংশ নিতে পারে।

***ON-LINE APPLICATIONS ARE INVITED FROM ELIGIBLE INDIAN NATIONALS FOR ADMISSION TO THE FOLLOWING UNDER GRADUATE HONOURS PROGRAMME OF THE UNIVERSITY FOR ACADEMIC YEAR 2022-23:
  1. B.A. in Bengali, English, History, Political Science, Public Administration, Sociology, Education, Economics, Bachelor of Commerce Need to Passed 10+2 examination or equivalent/ Passed 10+2 in Vocational Course.
  2. B.Sc. in Physics HPH Passed 10+2 examination or equivalent with 40% marks in Physics and pass marks in Mathematics.
  3. B.Sc. in Chemistry HCH Passed 10+2 examination or equivalent with 40% marks in Chemistry and pass marks in Mathematics.
  4. B.Sc. in Mathematics HMT Passed 10+2 examination or equivalent with 50% marks in Mathematics. B.Sc. in Geography HGR Passed 10+2 examination or equivalent with 50% marks in Geography.
  5. B.Sc. in Zoology HZO Passed 10+2 examination or equivalent with 50% marks in Biology.
  6. B.Sc. in Botany HBT Passed 10+2 examination or equivalent with 40% marks in Biology.
***সময়সূচীঃ
    1. ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে আবেদনকারীদের 22.07.2022(10.00 AM) থেকে 22.08.2022(06.00 PM)
    2. Document Uploading                   22.07.2022(10.00 AM) থেকে 22.08.2022(06.00 PM)
    3. Online fees submission                22.07.2022 (10.00 AM) থেকে 26.08.2022 (10.00 PM)
    4. ব্যাংক চালানের মাধ্যমে অফলাইন ফি জমা(ব্যাংকিং আওয়ার চলাকালীন) 25.07.2022 থেকে 26.08.2022
***ADMISSIONFEES(ব্যাঙ্ক চার্জ / পেমেন্ট গেটওয়ে চার্জ ব্যতীত ফি)
  • B.A. AND B.COM. (BENGALI, ENGLISH, HISTORY, POLITICAL SCIENCE,PUBLIC                    3,775/-
            ADMINISTRATION, SOCIOLOGY, EDUCATION, ECONOMICS AND COMMERCE)
  • PHYSICS, CHEMISTRY AND ZOOLOGY                                                                5,675/-
  • GEOGRAPHY AND BOTANY                                                                                    5,475/-
  • MATHEMATICS                                                                                                           5,075/-
OTHER FEES THAT INCLUDED ABOVE (Enrolment Fee Rs. 175/- + Fee for Identity cum Registration Card Rs. 100/- + Annual Development Fee Rs. 175/- + Migration Fee Rs. 25/-) 


সমস্ত ভর্তি অস্থায়ী এবং UGC অনুমোদন অনুযায়ী নির্দেশিত হবে F. NO. 1-18/2018 (DEB-I) 21.02.2019 তারিখে অধ্যয়নটি পরিবর্তন/পুনরায় বরাদ্দ করার অধিকার বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে UGC অনুযায়ী ভর্তি নিয়ন্ত্রিত করার জন্য শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত কেন্দ্র অর্ডার (গুলি) যদি থাকে।


***UG 2021-22 STUDENTS দের ASSIGNMENT NOTICE এখন আসে নি।



*********OFFICIAL NOTICE👉click here



YOU MAY JOIN THE UG 1st YEAR ARTS UNION GEOUP BY CLICKING HERE

YOU MAY LIKE THIS POST.
IF YOU HAVE ANY QUARIES THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.
SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.

THANK YOU

Written by:- PRATAP CHATTERJEE

Post a Comment

0 Comments

Locate Us

Ad Code