Visitor

UG HISTORY ASSIGNMENT ANSWER SHEET

 

ইতিহাস পেপার ১

1- সোয়ান বেকের মতে দোষ-ত্রুটির সত্ত্বেও কার রচনীয় প্রাচীন ভারত সম্পর্কে গ্রীক জ্ঞান সর্বোচ্চ সীমায় পৌঁছে ছিল ?

উঃ- মেগাস্থিনিস।


2- অশোক কোন ধানকে সর্বশ্রেষ্ঠ দান বলে দাবি করেন ?

 উঃ- ধৰ্ম্ম।


3- কোন প্রত্নতাত্বিক প্রথম হরপ্পা থেকে কতগুলো সিলমোহর পান ?

 উ:- আলেকজান্ডার কানিংহাম।


4- ঋকবেদে কোন দেবতা সবথেকে জনপ্রিয় ও একশত নগরী জয় করেছেন?

উঃ- ইন্দ্র।


5- উজ্জয়িনী তে চষ্টন প্রতিষ্ঠা কোন বংশের ক্রমিক তালিকা তৈরি করার ব্যাপারে মুদ্রার সাহায্য আবশ্যকীয় ?

উঃ- শক বংশ।


6-কোন প্রাচীন রচনায় কৃষিকে নিম্ন শ্রেণীর মানুষের বৃত্তি বলে অভিহিত করা হয়েছে?

 উঃ- পঞ্চবিংশ ব্রাহ্মণ।


7- কার লেখা পদার্থ ধর্ম সংগ্রহ গ্রন্থে ভারতীয় পদার্থবিদ্যার প্রাচীন তত্ব ধারনা সমূহের অনুসন্ধান করা যায়?

উঃ- প্রশস্থসাদ।।।


৪- গুণ অধ্যায়ের বৃহৎ কথা গ্রন্থটি কোন ভাষায় রচিত? 

উঃ- পৈশাচী ভাষা।


9- চৈত্র শব্দটির ব্যুৎপত্তি কি?

উঃ- চিতা।


10- রাষ্ট্রকূট বংশের যোগ্যতম এবং সবচাইতে সফল রাজা কে ছিলেন?

উঃ- তৃতীয় গোবিন্দ।


11- কোন গ্রন্থ থেকে জানা যায় যে কৈবত্যদের উৎখাত করার জন্য রামপাল বাংলা-বিহারের 14 জন সামন্ত রাজার সাহায্যপ্রার্থী হন?

উঃ- রামচরিত।


12- বাতাদীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন যার নামটির অর্থ পরাক্রমে সিংহ? 

উঃ- প্রথম পুলকেশী।


13- থানেশ্বরের পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ- নব বর্ষন ।


14- কাশ্মীর ও মূলধনের শাহী বংশের রাজাদের রাজধানী কি ছিল?

উঃ- উদভান্ডপুর।


15- খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর মধ্যভাগে মথুরার ক্ষত্রগণের মধ্যে কার নাম উল্লেখযোগ্য?

 উ:- রাজ ভুল বা রাজুল।


16- রোম থেকে প্রচুর স্বর্ণ আমদানির ফলে কোন শাসক স্বর্ণ মুদ্রার প্রচলন করেন?

উঃ- বিমकদক্ষিস।


17- বিশাখা দত্তের কোন নাটকের কাহিনী অনুসারে সমুদ্রগুপ্তের পরে রাম গুপ্ত সম্রাট হন? 

উঃ- দেবী চন্দ্রগুপ্তম।


18- কোন গ্রন্থ অনুযায়ী বুদ্ধ তাঁর শীর্ষ আনন্দকে বলেছেন তার মৃত্যুর পরে তাঁর দেহাবশেষের উপরে স্তুপ নির্মিত হবে?

 উঃ- মহাপরিনিান।


19- উত্তর ভারতের লৌহ ব্যবহারকারীদের সংস্কৃতির সাথে কোন গৃহশিল্পের দ্বারা গঠিত আছে ?

উঃ- চিত্রিত ধূসর মৃৎপাত্র । 


20- প্রশস্তি গুলিতে অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যক্ষভাবে কার রাজনৈতিক কার্যাবলী জড়িত থাকে?

উঃ- রাজা।


ইতিহাস পেপার ২

১. মামলুক শব্দের অর্থ কী?

- দাস সৈনিক।


২. ফতোয়া ই জাহানদারী গ্রন্থটি কার লেখা ?

- জিয়াউদ্দিন বরানী।


৩. দিল্লির কোন সুলতান নিজেকে আফ্রাশিয়ারের বংশধর মনে করতেন ?

- গিয়াসউদ্দিন বলবন


৪. চরাই ও ঘরাই কি ধরেনর রাজস্ব ?

-কৃষি রাজস্ব।


৫. দেবগিরির রাজা পরাজিত হওয়ার পর তিনি তার কন্যা ঝাত্যাপালির সাথে কোন ২ নতানের বিবাহ দিতে বাধ্য হন ?

- আলাউদ্দিন খলজি।


৬. কোন সুলতান শতদ্রু নদী থেকে ঘটড়া পর্যন্ত খাল খনন করেছিলেন।

- ফিরোজশাহ।


৭. বাংলার শাসক সিকির শাহের পিতার নাম কি?

- ইলিয়াস শাহ।


৮. জিয়াউদ্দিন বারনী বাংলার কোন শহরকে বিদ্রোহেদের শহর বলেছেন।

- লক্ষ্মণাবতি।


৯. আলাউদ্দিন খলজি প্রবর্তিত প্রধান শস্যের বাজারের নাম কি ?

- মান্ডি


১০. মোহাম্মদ বিন তুঘলক কে কোন ঐতিহাসিক একজন রক্ত পিপাসু সুলতান বলে সমালাচেনা করেছেন?

- ইবন বতুতা।


১১. সুলতানী যুগে কে তিনশত সংস্কৃত গ্রন্থ পারসি ভাষায় অনুবাদ করেছেন ?

- আজউদ্দিন খলিদ খান।


১২. কত সালে মোহাম্মদ ঘুরীর মৃত্যু হয়?

-১২০৬ সালে 


১৩. কোন বছর মাদুরাই বিজয়নগর সাম্রাজ্যে অন্তর্ভুক্ত ছিলাগে?

-১৩১৭ সালে


১৪. কোন বছর বিজয়নগর ও বাহমনী রাজ্যের মধ্যে তালিকটার যুদ্ধ হয়েছিল ?

-১৫৬৫ সালে


১৫. কে ভারতে সুরাবর্দি সিলসিলা প্রতিষ্ঠা করেছিলেন ?

- বাহাউদ্দিন জাকারিয়া।


১৬. শেখ নিজামউদ্দিন আউলিয়া কোন চিত্তি গুরুর শিষ্য ছিলেন?

- ফরিদউদ্দিন মাসুদ।


১৭. মধ্যযুগে মহারাষ্ট্রে কে ভক্তি আন্দোলন শুরু করে ?

- জ্ঞানদের।


১৮. বাবর কত সালে জন্ম গ্রহণ করেন ?

- ১৪৮৩


১৯. কে মালাবার ইন এশিয়ান

 -অশীন দাসগুপ্ত।


২০. কে বলেছেন যে, ভারতবর্ষে মুসলিম শাসনের ক্ষেত্রে আকবরের পূর্বে একমাত্র শাহ তুঘলক এর রাজত্ব কালে সর্বাপেক্ষা গৌরবঞ্জল ছিলো?

-স্যার উলসি হেগ।



YOU MAY JOIN THE UG 1st YEAR ARTS UNION GROUP BY CLICKING HERE


YOU MAY LIKE THIS POST.

IF YOU HAVE ANY QUERIES, THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.

SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.


THANK YOU

Written by:- PRATAP CHATTERJEE


Post a Comment

0 Comments

Locate Us

Ad Code