Visitor

ASSIGNMENT IMPORTANT THINGS

ASSIGNMENT দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয়


 নেতাজী সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে যারা যারা আর্টস, কমার্স, সায়েন্স কোর্সে পড়াশুনো করছেন ১ম ২য় ৩য় বর্ষের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই পোস্টটি খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে এই পোস্টটি পরুন। আপনারা সকলেই জানেন যে আপনাদের ASSIGNMENT SUBMISSTION DATE কাল অর্থাৎ ২৬-০৭-২০২২(দুপুর ০২) থেকে ০২-০৮-২০২২(দুপুর ০২) পর্যন্ত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে আপনাদের অবশ্যই আপনাদের নির্ধারিত বিষয়গুলির ASSIGNMENT SUBMIT করতেই হবে, না হলে আপনারা FINAL EXAM দিতে পারবেন না। তাই আপনারা সকলেই নির্ধারিত সময়ের মধ্যে ASSIGNMENT SUBMIT করে দেবেন। এবার আশা যাক কিছু জরুরি নির্দেশ।

  • CONNECTIVITY & DEVICE RELATED AWARNESS:-
কাল দুপুর ০২ ঘটিকার মধ্যে আপনাদের UG/BDP দের নির্দিষ্ট লিঙ্ক খুলে দেওয়া হবে(জেটি পূর্বেই UNIVERSITY দিয়ে রেখেছে)। সেই লিঙ্কে গিয়ে আপনাদের নিজের নিজের ENROLLMENT NUMBER, DATE OF BIRTH, REGISTER MOBILE NUMBER দিয়ে SUBMIT BUTTON এ CLICK করলে আপনাদের মোবাইল নাম্বারে একটি OTP আসবে, ঐ OTP টি SUBMIT করলে EXAM LOGIN করতে পারবেন। তাই আপনারা অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে আপনাদের মোবাইলটি যত্নসহকারে আপনাদের কাছে রাখবেন এবং দেখবেন যেন পর্যাপ্ত পরিমাণ INTERNET CONECTIVITY এবং NETWORK SIGNAL থাকে। এর সাথে এটাও দেখবেন পরীক্ষা শুরু করার আগে আপনারা যদি মোবাইল থেকে পরীক্ষা দেন তেহলে অবশ্যই মোবাইল ১০০% চার্জ দিয়ে রাখবেন।

  • PAUSE RELATED AWERNESS:-

এরপর আপনাদের পরীক্ষা শুরু হয়ে গেলে ৫০ পূর্ণমান বিষয়ের জন্য ৪ বার PAUSE পাবেন এবং ১০০ পূর্ণমান বিষয়ের জন্য ৯ বার PAUSE পাবেন। আপনারা যদি ভাবেন যে আপনাদের BROWSER REFRESH করলে আপনারা একটি নতুন প্রশ্ন পাবেন তাহলে ভুল ভাবছেন। BROWSER REFRESH করার অর্থ হল একটি PAUSE হারানো তার সাথে একটি প্রশ্ন দুইবার সম্মুখীন করা। অর্থাৎ আপনার পর্যাপ্ত সময়ের থেকে একটি প্রশ্নের জন্য দুইবার সময় অপচয় করা। তাই এই বিষয় টি অবশ্যই মাথায় রাখবেন। এবার প্রশ্ন হল PAUSE কি ভাবে নষ্ট হয়? ধরুন আপনি মোবাইল থেকে পরীক্ষা দিচ্ছেন সেই সময় আপনাকে কেও ফোন করল আর আপনি তার ফোন RECEVED করলেন তাহলে আপনার একটি PAUSE নষ্ট হবে। পরীক্ষা দেওয়ার সময় আপনার ফোনের NETWORK চলে গেল তাহলে আপনার একটি PAUSE নষ্ট হবে। তাই PAUSE গুলি আপনারা একটু দেখে ব্যবহার করবেন।

  • DEVICE & TIME RELATED AWERNESS:-

২৬-০৭-২০২২ দুপুর ২ থেকে ০২-০৮-২০২২ দুপুর ২ পর্যন্ত সব সময়(২৪ ঘণ্টা) লিঙ্ক ওপেন থাকবে। আপনারা আপনাদের সময় মত যখন খুশি, নিজের মোবাইল, TAB, LAPTOP, COMPUTER যেকোনো একটি DEVICE থেকে পরীক্ষা দিতে পারবেন। তবে আপনাদের মনে রাখতে হবে যে আপনারা একই সময়ে দুটি DEVICE থেকে LOG IN থাকতে পারবেন না। এবং একটি বিষয়ের পরীক্ষা শেষ হলে তবেই অন্য বিষয়ের পরীক্ষা দিতে পারবেন না। অনেকেই ভাবেন একসাথে দুটি বা তিনটি DEVICE থেকে LOG IN করে একসাথে দুটি বা তিনটি বিষয়ের পরীক্ষা দেবেন, কিন্তু সেটি হবে না।

  • FULL MARKS RELATED AWARNESS:-

১০০ নম্বরের ASSIGNMENT পত্রের জন্য ২০ টি প্রশ্নের উত্তর দিতে হবে যার জন্য সময় নির্ধারিত থাকবে ৩ ঘণ্টা, এবং ৫০ নম্বরের ASSIGNMENT পত্রের জন্য ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে যার জন্য সময় নির্ধারিত থাকবে ২ ঘণ্টা। ASSIGNMENT পত্রের সব প্রশ্ন একসঙ্গে দেওয়া হবে না। একটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে অন্য প্রশ্ন আসবে। এক্ষেত্রে কোনো NEGATIVE MARKING থাকছে না। 

  • NO OPTION FOR EXCHANGE THE QUESTION:-

অনেকে ভাবেন একটি প্রশ্ন ছেড়ে দিয়ে(উত্তর জানা নেই) পরের প্রশ্নের উত্তর দেবেন, তাদের জন্য বলা হচ্ছে আপনারা কোনো প্রশ্ন ছেড়ে দেবেন না। যেই OPTION টি সমভাব্য বলে আপনাদের মনে হচ্ছে সেটি SELECT করুন।

  • KEEP WATCHING THEN ATTEND ASSIGNMENT SUBMISSION:-

অনেকে বিনামুল্লে উত্তর পত্র দেওয়ার জন্য আপনাদের WHATSAPP বা FACEBOOK গ্রুপে যুক্ত হতে বলতে পারে বা হয় তো আপনারা যুক্ত আছেন, তো তাদের জন্য বলব আপনারা আগে সমস্ত প্রশ্নগুলির প্রাপ্ত উত্তরগুলি ভাল করে যাচাই করে তবেই পরীক্ষা দেবেন। এর সাথে আরও একটি কথা যুক্ত করব এবছর যেহেতু UG SEMISTER SYSTEM চালু হয়েছে তাই কেও জানে না যে পরীক্ষার জন্য কত গুলি প্রশ্নের SET থাকবে। হয় তো একটি বা দুটি বা তিনটি বা ছারটি SET UNIVERSITY করতে পারে। সেটা আপনাদের সচেতন থাকতে হবে। আগে আপনারা একদিন দেখুন কটা SET প্রশ্ন আছে তার পর পরীক্ষা দিতে উদ্যত হন। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, লক্ষ্য করুন।

  • NO OPTION FOR SEARCH:-

আপনি কোন বিষয়ের কোন পত্রে পরীক্ষা দিতে শুরু করে যদি ভাবেন আগে আপনি সব প্রশ্নগুলি দেখে নিয়ে FACEBOOK বা WHATSAPP থেকে উত্তর খুঁজে পরীক্ষা দেবেন তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনাদের সামনে একটি প্রশ্ন মাত্র একবারেই দেখাবে তাঁর সাথে সাথেই আপনাকে উত্তর দিতে হবে। পড়ে উত্তর দেওয়ার কোন সুযোগ আপনারা পাবেন না। এর সাথে আরও একটি কথা বলা বাঞ্ছানিয় সেটি হল, অনেকে ভাবছেন প্রশ্ন গুলি COPY, PEST করে GOOGLE এ SEARCH করে উত্তর পেয়ে যাবেন। এই রকম যদি আপনারা ভেবে থাকেন তাহলে আপনারা মূর্খতার চরম পর্যায়ে আছেন। কারণ NSOU এর কোন প্রশ্ন আপনারা GOOGLE এ পাবেন না। তাই আপনাদের কাছে যে বই বা STUDY MATERIAL রয়েছে সেটি ভাল করে পরুন, কোন COACHING CENTER এ ভর্তি হতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে যাচাই করে নিতে হবে যে কোন COACHING CENTER ভাল।


তাই এই কয়েক গুলি বিষয় মাথায় রেখে ASSIGNMENT দিন। ঠাণ্ডা মাথায়, ধিরস্থির হয়ে পরীক্ষা দিন। অনেক সময় আছে। সময় নিয়ে পরীক্ষা দিন। আগে সব ব্যাপার টা লক্ষ্য করুন, অনুধাবন করুন, আয়াত্ত করুন তারপর পরীক্ষা দিন। সবার পরীক্ষা খুব ভাল হোক এই আশা রাখি। সবাই নির্দ্বিধাই, বাধা হীন ভাবে পরীক্ষা দিন এটাই কাম্য।


YOU MAY JOIN THE UG 1st YEAR ARTS UNION GROUP BY CLICKING HERE

IF YOU WANT TO CONTACT ME IN FACEBOOK THEN CLICK HERE

IF YOU WANT TO CONTACT ME IN TWITTER THEN CLICK HERE

IF YOU WANT TO CONTACT ME IN INSTAGRAM THEN CLICK HERE

IF YOU HAVE ANY QUERIES, THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.

SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.


THANK YOU

Written by:- PRATAP CHATTERJEE


Post a Comment

0 Comments

Locate Us

Ad Code