Visitor

UG ASSIGNMENT EXAM ONLINE PROCESS




নেতাজী সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে যারা যারা আর্টস, কমার্স, সায়েন্স কোর্সে পড়াশুনো করছেন ১ম ২য় ৩য় বর্ষের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই পোস্টটি খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে এই পোস্টটি পরুন। আপনারা সকলেই জানেন যে আপনাদের ASSIGNMENT SUBMISSTION DATE কাল অর্থাৎ ২৬-০৭-২০২২(দুপুর ০২) থেকে ০২-০৮-২০২২(দুপুর ০২) পর্যন্ত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে আপনাদের অবশ্যই আপনাদের নির্ধারিত বিষয়গুলির ASSIGNMENT SUBMIT করতেই হবে, না হলে আপনারা FINAL EXAM দিতে পারবেন না। তাই আপনারা সকলেই নির্ধারিত সময়ের মধ্যে ASSIGNMENT SUBMIT করে দেবেন।

ASSIGNMENT কি ভাবে SUBMIT করবেন সেটি আজ আমরা শিখব। তো চলুন দেখা যাক কি ভাবে UG/BDP এর আর্টস, কমার্স, সায়েন্স ছাত্রছাত্রীরা কি ভাবে তাদের ASSIGNMENT SUBMIT করবেন।
  • প্রথমে আপনাদের NSOU এর OFFICIAL WEBSITE এ গিয়ে আপনারা পরিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত LINK পাবেন। আপনাদের যার যার UG যারা আছেন তারা UG তে CLICK করবেন আর যারা BDP আছেন তারা BDP তে CLICK করবেন। নিচের চিত্রের মত page চলে আসবে। BDP UG
  • আপনাদের সুভিধারথে উপরে UG এবং BDP LINK দিয়ে দেওয়া হলও। উপযুক্ত link এ স্পর্শ করে নিচের চিত্রের মত পেজে চলে আসবেন। এখানে আপনারা আপনাদের ENROLMENT NUMBER, DATE OF BIRTH, REGISTER MOBILE NUMBER, GMAIL IG(OPTIONAL) দিয়ে SING IN করবেন। সাথে সাথে আপনার মোবাইল নম্বরে অথবা GMAIL ID তে একটি SMS চলে আসবে সেখানে আপনার পরীক্ষার OTP দেওয়া থাকবে।
  • সেই OTP টি (নিচের চিত্রের মত) পেজে দিয়ে দেবেন। এবং SUBMIT করে দেবেন।
  • SUBMIT করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের নির্বাচিত বিষয়ের পত্র গুলি চলে এসেছে। পাশে START BOTTON এ CLICK করলে আপনাদের নির্বাচিত পত্রের পরীক্ষার জন্য প্রশ্নগুলি চলে আসবে।

কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে, সেগুলি দেখার জন্য CLICK করুন। আপনাদের যে বিষয়ের যে পত্রটির উত্তর করা হয়ে যাবে সেট SUBMITTED দেখাবে। পরীক্ষা চলাকালীন PENDING দেখাবে। পরীক্ষা শুরু না করলে START দেখাবে। কারোর কোনো পত্র PENDIND দেখালে সেই পত্রের উত্তর আবার করতে হবে। কোন কারণে PAUSE নিলে যত পর্যন্ত উত্তর করবেন সেই পর্যন্ত উত্তর SAVE থাকবে। 

তাই এই কয়েক গুলি বিষয় মাথায় রেখে ASSIGNMENT দিন। ঠাণ্ডা মাথায়, ধিরস্থির হয়ে পরীক্ষা দিন। অনেক সময় আছে। সময় নিয়ে পরীক্ষা দিন। আগে সব ব্যাপার টা লক্ষ্য করুন, অনুধাবন করুন, আয়াত্ত করুন তারপর পরীক্ষা দিন। সবার পরীক্ষা খুব ভাল হোক এই আশা রাখি। সবাই নির্দ্বিধাই, বাধা হীন ভাবে পরীক্ষা দিন এটাই কাম্য।


YOU MAY JOIN THE UG 1st YEAR ARTS UNION GROUP BY CLICKING HERE

IF YOU WANT TO CONTACT ME IN FACEBOOK THEN CLICK HERE

IF YOU WANT TO CONTACT ME IN TWITTER THEN CLICK HERE

IF YOU WANT TO CONTACT ME IN INSTAGRAM THEN CLICK HERE

IF YOU HAVE ANY QUERIES, THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.

SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.


THANK YOU

Written by:- PRATAP CHATTERJEE


Post a Comment

0 Comments

Locate Us

Ad Code