Visitor

NSOU FEES STRACTURE 2022-23

 


নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে যারা যারা পড়াশুনো করতে চান, তাদের জন্য সুখবর, নতুন SEASION এ ভরতির পক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা যারা নিজেদের পড়াশুনো শেষ করে উঠতে পারেন নি তাদের জন্য NSOU সপ্তাহে একদিন বা দুদিন ক্লাস করে স্নাতক বা স্নাতকোত্তর হয়ে ওঠার সুযোগ দিচ্ছে। এই সুযোগ কে কাজে লাগিয়ে আপনিও হয়ে উঠুন স্নাতক।

বর্তমানে ভরতি পক্রিয়া শুরু হয়ে গেছে তথা চলছে। এর আগের একটা পোস্টের মাধ্যমে প্রয়োজনীয় তারিখ গুলি জানিয়ে দিয়েছি। সেই পোস্টটি দেখতে চাইলে এখানে চাপ দিন। তো বন্ধুরা আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা জানবো এই বছর যারা নতুন ভর্তি হবেন তাদের সম্পূর্ণ কোর্সটি করতে কত টাকা খরচা হবে।

  • প্রথমে আপনাদের ভর্তি হতে হবে তার জন্য ADMISSION FEES লাগে জেটি, ৩৭৭৫/-
  • এর পর আপনাদের পরতেক SEMISTER পরীক্ষার আগে EXAM FEES জমা করতে হবে জেটি, ৫২৫/- (আনুমানিক)। পরতেক বছরে দুটি করে SEMISTER হয়।
  • এরপর আপনাদের প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে ওঠার জন্য RENEWAL করতে হবে জেটি, ৩৯০০/-
  • এরপর আবার SEMISTER পরীক্ষা দেওয়ার জন্য EXAM FORM FILL UP করতে হবে, জেটি আগের মতই, ৫২৫/- (আনুমানিক)
  • এর পর আবার আপনাদের RENEWAL করতে হবে দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে ওঠার জন্য, জেটি, ৩৯০০/-
  • এরপর SEMISTER দেওয়ার জন্য EXAM FEES দিতে হবে জেটি, ৫২৫/- (আনুমানিক)

উপরোক্ত FEES গুলি শুধুমাত্র কলা বিভাগের পঠরত ছাত্রছাত্রীদের জন্য। বিজ্ঞান ও ব্যাবসায়িক বিষয়ের জন্য FEES অন্য আছে। জেটি আপনারা OFFICIAL NOTICE টি দেখলে পেয়ে যাবেন। 

***OFFICIAL NOTICE---👉 এখানে

***PROSPECTUS👉এখানে

এই ছিল আজকের ছোট্ট একটি পোস্ট। যদি আপনাদের এই পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন।


YOU MAY JOIN THE UG/BDP ARTS UNION GROUP BY CLICKING HERE


IF YOU HAVE ANY QUERIES, THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.

SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.


THANK YOU

Written by:- PRATAP CHATTERJEE


 

Post a Comment

0 Comments

Locate Us

Ad Code