Visitor

স্বামী বিবেকানন্দ বৃত্তি সবার জন্য- এবার ওপেনে পঠরত শিক্ষার্থীরাও পারবে আবেদন করতে

স্বামী বিবেকানন্দ বৃত্তি সবার জন্য- এবার ওপেনে পঠরত শিক্ষার্থীরাও পারবে আবেদন করতে

    আমার আগের পোস্টটির মাধ্যমে আমি অনেক আগেই জানিয়ে দিয়েছি যে ওপেন/DISTANCE LEARNING MODE-এ পঠরত সকল শিক্ষার্থীরাই Scholarship পাবার যোগ্য, যদি তিনি এমন ইউনিভার্সিটি-এর অন্তর্ভুক্ত হন যেটি UGC মান্যতা প্রাপ্ত হয়।

    এবার প্রশ্ন হল কবে থেকে এই Scholarship Scheme-এ আবেদন করতে পারবেন? আগের পোস্টে আমি জানিয়েছিলাম সম্ভবত October বা November থেকে আবেদন শুরু হতে পারে। সেই সময় আসার আগেই SVMCM Scholarship Portal-এ রেজিস্টার Option খুলে দেওয়া হয়েছে। তো এই পোস্টের মাধ্যমে আমরা আজ জানব কি ভাবে আবেদন করা যাবে, কি ভাবে REGISTER করা যাবে, কত দিন পর্যন্ত আবেদন করা যাবে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই পোস্টটি মনোযোগ সহকারে পরুন। কোথাও বুঝতে কোন অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন (আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক নীচে দেওয়া হল)।

বিঃদ্রঃ- পোস্টে যে ভাবে পুরো পদ্ধতি লেখা আছে সেই পদ্ধতির বাইরে নিজের বুদ্ধি প্রয়োগ করে কেও আবেদন করতে উদ্যত হলে তার জন্য OPEN LEARNING DUNIYA কোন ভাবে দায়িত্ববদ্ধ থাকিবে না।

  • কোন ওয়েবসাইটে আমাদের আবেদন করতে হবে?

    আমাদের এই Scholarship-এ আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা নিয়ন্ত্রিত স্বামী বিবেকানন্দ Scholarship-এর Official Website-এ যেতে হবে। যেটি এখানে দেওয়া হল।

  • কি কি ডকুমেন্টস লাগবে?

    ডকুমেন্টস কি কি লাগবে তার জন্য আমার আগের পোস্টে বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে এখানে দেখুন

  • কি ভাবে আবেদন করা যাবে?

    যদি আপনি চান আপনি এই Scholarship-এর জন্য নিজের ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে নিজেই আবেদন করতে পারবেন। তা ছারাও আপনারা যে কোন Cyber Cafe তে গিয়ে আবেদন করার জন্য বললে ওনারা পুরো Process করে দেবেন। নিজের ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে আবেদন করতে গেলে যে ডকুমেন্টস গুলো প্রয়োজনীয় সেগুলি ভাল ভাবে Scan করে Perfect Size-এর বানিয়ে নেবেন আগে। তারপর আবেদন করবেন।


    এবার প্রশ্ন হচ্ছে কি ভাবে আবেদন করতে হবে? আবেদন করার পদ্ধতি কি? তো এই প্রশ্নের উত্তরে আমি জানিয়ে রাখি যে আমার আগের পোস্টে আমি পুরো পদ্ধতি দেখিয়ে রেখেছি, যে কি ভাবে আবেদন করা যাবে পুরো Step By Step। তো আপনি যদি সেই পোস্টটি দেখে না থাকেন তাহলে এখুনি ঐ পোস্টটি দেখে নিন। আগের পোস্টটির লিঙ্ক দেওয়া হল।

  • কি ভাবে Register করতে হবে?

    Register করার জন্য আপনাদের Official Website-এ যেতে হবে (যেটি উপরে দেওয়া আছে)। 

  • এরপর Register Option-এ ক্লিক করতে হবে।

  • এরপর যে পেজ খুলবে সেখানের নিচের দিকে Scroll Down করবেন। নীচে দেখবেন একটা Check Box আছে সেখানে ক্লিক করে Process for Registration Option-এ ক্লিক করবেন।

  • এখানে আপনারা দেখতে পাবেন একটি Notice Show করবে। এখানে লেখা আছে "The Minority Students applying for Fresh Scholarship or Renewal are requested to apply in the following Portal." 👉 https://www.wbmdfcscholarship.org/

  • এরপর দেখতে পাবেন "DIRECTORATE OF PUBLIC INSTRUCTION (DPI)" এই Option টা দেখতে পাবেন। এবং নীচে লেখা আছে "Apply for Fresh Application" এই Option-এ আপনাদের ক্লিক করতে হবে। কিন্তু এখানে উপরের দিকে লেখা আছে দেখবেন "(Registration is not open yet)" অর্থাৎ Portal তো খুলে দেওয়া হয়েছে কিন্তু Application Process এখনও শুরু হয় নি।
  • "Apply for Fresh Application" এই Option-এ ক্লিক করার পর আপনাদের সামনে একটি Application Form চলে আসবে। খুব সাবধানের সাথে সেই Form টি Fill Up করবেন।




  • কবে থেকে আর কত দিন আবেদন পক্রিয়া চলবে?

    এখন Portal Open করা হলেও আবেদন পক্রিয়া এখনও শুরু হয় নি। তাই কত দিন পর্যন্ত আবেদন পক্রিয়া চলবে তা এখন বলা সম্ভব হয়ে উঠছে না। তবে যখনি কোন Update আসবে সবার আগে OPEN LEARNING DUNIYA ওয়েবসাইটে আপনারা জানতে পেরে যাবেন। তাঁর জন্য ওয়েবসাইটটি Follow করে রাখুন। তবে যেটুকু আশা করা যায় দুর্গা পূজার পর কালি পূজার আগে আগে আবেদন পক্রিয়া চালু হবার সম্ভাবনা আছে।


*এই রকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চোখ রাখুন OPEN LEARNING DUNIYA এর website এ।


YOU MAY JOIN THE UG ARTS UNION GROUP BY CLICKING   HERE

IF YOU WANT TO CONTACT ME IN FACEBOOK THEN CLICK    HERE

IF YOU WANT TO CONTACT ME IN TWITTER THEN CLICK    HERE

IF YOU WANT TO CONTACT ME IN INSTAGRAM THEN CLICK    HERE

IF YOU HAVE ANY QUERIES, THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.

SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.


🙏THANK YOU🙏


Written by:- PRATAP CHATTERJEE

Post a Comment

0 Comments

Locate Us

Ad Code