Visitor

NSOU TERM END EXAM DATE RELESED


        বহু কল্পনা জল্পনার পর অবশেষে প্রকাশ হল ফাইনাল পরীক্ষার Notice। কি বলা আছে সেই Notice-এ? কবে থেকে হবে ফাইনাল পরীক্ষা? কত দিন পরীক্ষা চলবে? কি ভাবে ফাইনাল পরীক্ষা দেবেন? কি কি বিষয় মাথায় রাখতে হবে পরীক্ষা দেওয়ার আগে? এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আজ আলোচনা করবো। তাই আজকের এই পোস্টটি UGDP/BDP আর্টস,কমার্স,সায়েন্স সকল শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ সহকারে পোস্টটি পরুন। আপনাদের কোন জিজ্ঞাস্য থাকলে অবশ্যই Comment/Contact Form/Connect Us-এ গিয়ে আমাদের জানাতে পারেন। এই পোস্টটি বেশি বেশি করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বাপারে জানতে পারে।

  • কি বলা আছে Notice-এ?

        প্রথমে পরীক্ষার তারিখ ও সময় উল্লেখ আছে। এরপর কিছু নির্দেশ দেওয়া আছে।

(১) যে শিক্ষার্থীরা সমস্ত প্রাক পরীক্ষার শর্তাবলি(যেমন- Online Assignment জমা করা, Exam Form Fill Up করা ও Fees জমা দেওয়া ইত্যাদি।; এই fees বলতে Exam Form Fill Up Fees, Renewal Fees নয়) যথাযথ ভাবে সম্পন্ন করেছেন, শুধুমাত্র সেই শিক্ষার্থীরাই BDP/UGDP TERM END EXAM দিতে পারবেন। (২) পরীক্ষার্থীরা মোবাইল, ট্যাবলেট, কম্পিউটার, ল্যাপটপ-এর সাহায্যে উল্লেখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। কিন্তু কোন পরীক্ষার্থী এক সময়ে একাধিক ডিভাইস থেকে Log In করতে পারবেন না। (৩) পরীক্ষার জন্য একটি নির্ধারিত Portal ব্যবহার করতে হবে। (i)  (ii)  উক্ত Portal-এ গিয়ে জন্ম তারিখ, Enrolment Number, Roll Number, Mobile Number লিখে Log In করতে পারবেন। এরপর Mobile Number-এ একটি OTP আসবে। সেই OTP দিয়ে Log In করতে পারবেন। নিজস্ব তথ্য তথা OTP গোপন রাখা আবশ্যিক (৪) Portal ৭ দিনের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে। যে কোন সময় যখন খুশি যে কোন বিষয়ের পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। (৫) পরীক্ষার্থীরা Admit Card-এ উল্লেখিত পত্রগুলির পরীক্ষা দিতে পারবেন। (৬) পরীক্ষাটি MCQ পদ্ধতিতে হবে। (৭) পরীক্ষার্থীরা নির্দিষ্ট পত্রের জন্য ৩ ঘণ্টা(যদি পূর্ণমান ১০০ হয়) ও ২ ঘণ্টা(যদি পূর্ণমান ৫০ হয়) য় পাবেন। (৮) পরীক্ষার্থীরা নির্দিষ্ট পত্রের জন্য ১০০ নাম্বার এর পরিবর্তে ২০ টি প্রশ্ন পাবেন যেগুলি ১০০ নাম্বার এর সমান বলে ধরে নেওয়া হবে এবং ৫০ নাম্বার এর পরিবর্তে ১০ টি প্রশ্ন পাবেন যেগুলো ৫০ নাম্বার এর সমান বলে ধরে নেওয়া হবে। (৯) Negative Marking থাকবে না। (১০) একটি পত্রের পরীক্ষা শেষ হলে তবেই অন্য পত্রের পরীক্ষা দেওয়া যাবে। (১১) ১০০ নাম্বার-এর পরীক্ষার জন্য ৯ টি এবং ৫০ নাম্বার-এর পরীক্ষার জন্য ৪ টি Pause বা বিরতি পাবেন।

এই সমস্থ কিছু নির্দেশ দেওয়া আছে।

  • কি ভাবে পরীক্ষা দেবেন?

        আপনারা আপনাদের মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ, কম্পিউটার-এর মাধ্যমে একটি স্থির ইন্টারনেট কানেকশান নিয়ে এই ফাইনাল পরীক্ষা দিতে পারবেন। Assignment পরীক্ষার মতই সমস্ত পদ্ধতি থাকবে।

  • কত দিন পরীক্ষা চলবে? কখন পরীক্ষা দেওয়া যাবে?

        পরীক্ষা শুরুয়ের দিন থেকে ৭ দিন এই পরীক্ষা চলবে। এই ৭ দিনের ২৪ ঘণ্টা Portal খোলা থাকবে, অর্থাৎ এই ৭ দিনের যখন খুশি আপনার সময় মত পরীক্ষা দিতে পারবেন।

পরীক্ষা চলাকালীন কিছু গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয়ঃ-

        ১) আপনাদের বেক্তিগত তথ্য যেমন Enrolment Number, Date Of Birth, OTP এই গুলি কারও সাথে শেয়ার করবেন না।
        ২) পরীক্ষা চলাকালীন Link জনিত সমস্যার জন্য আপনাকে Pause-এর ব্যাবহার করতে হতে পারে। তাই বিনা কারণে Pause নষ্ট করবেন না। খুব বুঝে-শুনে Pause ব্যাবহার করবেন।
        ৩) পরীক্ষা দিতে দিতে কোন দরকারে পরীক্ষা বন্ধ করার জন্য Log Out Option-এর ব্যাবহার করুন। অনেকে Log Out না করে বর্তমান Brouser-টি Close করে দেন, এই রকমটা কখনই করবেন না। এতে আপনার নির্বাচিত পত্রের পরীক্ষা চলতে থাকবে এবং সেই পত্রের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গিয়ে পত্রটি নিজে নিজে Submit হয়ে যাবে। তাই এই বিষয়টা মাথায় রাখবেন।
        ৪) একটি পত্রের পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেলে পরবর্তী পত্রের পরীক্ষা সেই মুহূর্তে দিতে না চাইলে Log Out করে দিন। Log Out না করলে Portal-এর ত্রুটির কারণে আপনার বাকি পত্রগুলি নিজে নিজে Submit হয়ে যাবে।
        এছাড়াও যে সব বিষয়গুলি আছে সেগুলি আপনারা Assignment পরীক্ষা থেকে বুঝে গেছেন।*

  • কবে থেকে ফাইনাল পরীক্ষা হবে?

         এই বছর UGDP/BDP Term End Exam December 2021(Sem-I) & June 2022(Sem-II)-এর পরীক্ষা ০৭-০৯-২০২২ তারিখ দুপুর ২ ঘটিকা থেকে ১৪-০৯-২০২২ তারিখ দুপুর ২ ঘটিকা পর্যন্ত চলবে। এই সময়কালে ২৪ ঘণ্টা Portal খোলা থাকবে।


***Assignment Information- *Want To Know

***Official Notice- click here


*****এর সাথে আরও জানিয়ে রাখি Final পরীক্ষার উত্তর পত্রের জন্য বুকিং চলছে আপনারা চাইলে এই লিঙ্কে ক্লিক করে বুকিং করতে পারেন। খুব কম খরচে আপনারা উত্তর পত্র পেয়ে যাবেন।


*এই রকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চোখ রাখুন NSOU-HELP এর website এ।


YOU MAY JOIN THE UG ARTS UNION GROUP BY CLICKING   HERE

IF YOU WANT TO CONTACT ME IN FACEBOOK THEN CLICK    HERE

IF YOU WANT TO CONTACT ME IN TWITTER THEN CLICK    HERE

IF YOU WANT TO CONTACT ME IN INSTAGRAM THEN CLICK    HERE

IF YOU HAVE ANY QUERIES, THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.

SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.


🙏THANK YOU🙏


Written by:- PRATAP CHATTERJEE

Post a Comment

0 Comments

Locate Us

Ad Code