Visitor

NSOU Exam Form Fill Up 2023 || NSOU Exam from fill up 2022 || NSOU BDP Exam From Fill Up || Subject Wise Rate chart

 NSOU Exam from fill up 2022 || NSOU BDP Exam From Fill Up || Subject Wise Rate chart




⚫ NSOU Exam form fill up করার আগে যেগুলো কাছে নিয়ে বসবেন বা সাইন আপ করার সময় যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেগুলো হল:-


১- ENROLLMENT CARD

২- AADHAR CARD

৩- MOBILE NUMBER

৪- EMAIL ADDRESS

৫- ELECTIVE PAPER AND STUDY CENTRE NAME WITH CODE.



⚫ NSOU BDP/UG Exam form fill up নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ......

  • NSOU Exam form fill up এর সময়ে subject এর সব বা সঠিক box এ টিক চিহ্ন দিয়ে তবেই submit করবেন, টিক চিহ্ন যতো গুলো box এ দেবেন সেই সাবজেক্ট গুলোই NSOU exam form fill up হবে,... যদি টিক চিহ্ন দিতে ভুল করেন, যেমন - এক টা বা দুটো box টিক দিয়ে submit করে দিলেন সেগুলোই exam form fill up হবে বাকি paper গুলো আর হবে না, এই ভুল না হয় তাই আগে থেকেই জানিয়ে দেওয়া। যদি ও এগুলো আপনাদের দায়িত্ব তবুও বলে দিলাম.... 



◾1)NSOU UG যারা 1st year student তারা সবাই NSOU exam form fill up করতে পারবেন, renewal করলেও পারবেন আর Renewal না করলেও পারবেন।


◾২)NSOU UG 2nd year student 2022 তে 'বা' যে NSOU renewal 2022 র জন্য হয়েছিলো সেটা করে থাকলে অবশ্যই NSOU exam form fill up করতে পারবেন।


◾3)NSOU BDP 3rd year Student 2022 তে 'বা' যে NSOU renewal 2022 র জন্য হয়েছিলো সেটা করে থাকলে অবশ্যই NSOU exam form fill up করতে পারবেন।


◾4)যারা ভাবছেন আগের ইয়ার NSOU renewal গ্যাপ দিয়েছেন, আর যে renewal চলছে সেটা করে এবারে সব NSOU exam গুলো দেবেন পারবেন না, আপনি এখন renewal করে এই বছর সেই year এর exam গুলো দিতে পারবেন না। এখন renewal করলেন মানে আপনি পরের বছর exam দিতে পারবেন। যদি আপনি 1st year exam না দিয়ে এবারে 2 nd year ও 3rd year renewal এক সাথে করলেন, তাহলে আপনি এবারে শুধু 1st ইয়ার টা দিতে পারবেন, বাকি দুটো ইয়ার exam পরের বছর দিতে হবে। কারণ আপনি আগের ইয়ার NSOU renewal 3te phase এ হয়েছিলো এক বার ও করতে পারেন নি, মিস করেছিলেন সেজন্য।


Netaji Subhas Open University তে যে সমস্ত সাবজেক্ট গুলো আছে সমস্ত সাবজেক্ট এর এক্সামিনেশন Fee আলাদা আলাদা তাই আপনাদের সুবিধার্থে এই article এর মাধ্যমে সম্পূর্ণরূপে বোঝানো হয়েছে কোন সাবজেক্টের কত টাকা এক্সামিনেশন ফি লাগছে।


এই আর্টিকেলটা শুধুমাত্র নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের BDP BACHELOR DEGREE PROGRAM কোর্সের জন্য। 


নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় যখন কোন সাবজেক্টের পরীক্ষার ফি বারা কমা করবে তখন এই পোষ্টের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন।


⚫ NSOU BDP EXAM FEES. .........


           ( 2023 Term End Exam )


BDP/UG Exam Form FILLUP FEES, SUBJECT অনুযায়ী প্রতিটি সাবজেক্ট এর fees নিচে দেখুন ....


Online Form fillup শুরু .........


◾100 mark's ➖প্রতি থিওরী পেপার =105 টাকা


◾50 Mark's ➖প্রতি থিওরী পেপার=75 টাকা


◾ THEORY PAPER পরীক্ষার জন্য প্রতি সেশন ফি =100 টাকা। (এখানে session মানে সেমিস্টার কে বোঝাচ্ছে, তার মানে 1year হলো দুটো session বা সেমিস্টার, তাই 200 লাগবে Exam processing fee )। 


⚫ প্রতি সেশন (2 semester =1year)


◾ NSOU Online exam processing fee থিওরীর জন্য যাদের Admission ইয়ার 2018, 2019, 2020 =200 টাকা লাগবে ।


⚫Practical.. 


●●50 Mark's ➖প্রতি Practical পেপার =100 টাকা


●●100 Mark's➖প্রতি Practical পেপার =200 টাকা


◾প্রতি সেশন Online Exam processing fee Practical জন্য =100 টাকা 


আশা করব আপনারা প্রত্যেকেই সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। কোনো রকম কোনো অসুবিধা হলে আপনারা এই পোষ্টের নিচে মন্তব্য করতে পারেন আমরা অবশ্যই আপনাদের উত্তর দেব।


Exam form fill-up কি করে করবেন?


👇👇👇👇👇👇👇

সবার প্রথমে বলি link প্রবেশ করার পর কি কি করতে হবে


👉সবার প্রথমে কিন্তু link এ ঢুকে আগে sing-up করতে হবে। sing-up করলে তারপরে university আপনাকে user-id আর password দেবে। এটা দিয়েই log-in করে বাকি কাজ করতে হবে।


➡️এবার প্রশ্ন কি করে করবেন sing-up?আর কি কি লাগবে?


👉link a প্রবেশ sing-up করতে যেটা লাগবে তা হল আপনার enrollment namber এবং আপনার date of birth.(enrollment namber যে date of birth থাকবে সেটাই দেবেন)

enrollment namber টা দুবার দিতে হবে।


👉এর পরে study center code দিতে হবে। যা নিচে drop down menu তে দেওয় থাকবে সেখান থেকে দেখে সিলক্ট করে নেবেন।


👉 তারপর আপনার Elective subjects এর কোড এটাও drop down menu তে দেওয়া থাকবে সেখান থেকে sociology দেখে সিলেক্ট করে নেবেন।


👉তারপর আপনার registered mobile number টা দেবেন যেটা আপনি ভর্তি হবার সময় দিয়েছিলেন।


👉 তারপর আপনি একটি alternative namber দিতে পারেন। যদি আপনার registered mobil namber না থাবে তবে এটা দিতে পারেন।


⭕আর যদি আপনি alternative namber দিতে না চান মানে আপনি ওই একটাই সম্বর দিতে চান তবে এই alternative namber এর ঘরে 99999 লিখবেন যার মানে “NO NEED”


➡️ মোটকথা এই ঘর ফাঁকা রাখতে পারবেননা। হয় অন্য কোন নম্বর দিন নয় 99999 দিতে হবে।


👉 এর পর আপনার Email id দেবেন


👉 তারপর আপনার আঁধার নম্বর দেবেন।


👉 এবার submit করার আগে একবার দেখে নেবেন ওপরের সব ঠিক দিয়েছেন কিনা সব ঠিক থাকলে submit করুন।

submit করার সাথে সাথে university আপনাকে আপনার নম্বরে sms এবং mail করে আপনান user-id এবং password পাঠিয়ে দেবে।


🔴 এবার এই user-id এবং password দিয়ে log-in করুন।

log-in করলেই একটি পেজ চলে আসবে আপনি যে যে বিষয় পরীক্ষা দিতে চান তাতে টিক দিন যেহেতু সব বিষয়েই exam দেবেন তাই all tick করবেন।

➡️ যদি all tick দেবার পর আপনার “RND” দেখায় তার মানে (renewal not done) আপনি 1st year a renewal করেননি।আর যদি তা না করে থাকেন তবে আপনি এই exam form fill-up করতে পারবেননা। আগে renewal করতে হবে তারপর exam form fill-up করতে পারবেন।

আর যারা (1st year a) renewal করেছেন তাদের কিছুই দেখাবেনা আপনারা all tick করে ভালোকরে দেখে নেবেন সব সাবজেক্টস টিক হল কিনা।

কারণ একবার যদি submit ok করে দেন তবে কিন্তু আর ঠিক করতে পারবেননা। তাই সব দেখে ok submit করে payment করুন। payment করার সময় transactions id অবশ্যই নোট করুন বা কপি করে রাখবেন।


🔴এবার আগের বার অনেকের একটা সমস্যা হয়েছিল যে দুবার টাকা কেটে নিয়েছিল। সেক্ষেত্রে university বলছে যদি প্রথম বার আপনার টাকা কেটে নিয়েছে কিন্তু form fill-up not done দেখায় মানে ফর্ম-ফিলাপ হয়নি দেখায় তবে সঙ্গে সঙ্গে আবার payment করতে যাবেন না। অন্তত ২৪ ঘন্টা অপেক্ষা করুন। university sarver সমস্যা হলে অনেক সময় একটু লেট হতে পারে তবে সধারনত আপনার payment করা হলে সঙ্গে সঙ্গে form fill-up successfully done দেখাবে। কিন্তু সমস্যা হলে একটু অপেক্ষা করে নেবেন।



এবার তাহলে যারা গতবছর renewal করেননি তারা কি করবেন?

   যেহেতু আরো একবার 2nd chance দিয়েছিল তখনও যারা renewal করেননি তারা এই exam form fill-up করতে পারবেননা তার আগে আপনাকে renewal করতে হবে। according to university renewal এর জন্য 3rd chance খুবই তারাতারি দেবে।




*এই রকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চোখ রাখুন OPEN LEARNING DUNIYA এর website এ।


    Open Learning Duniya বিগত বছরগুলিতে ছাত্রছাত্রীদের খুব ভালো রেজাল্টের পথ দেখিয়েছে। যদি আপনারাও নিজেদের রেজেল্ট আশানুরূপ করতে চান তাহলে এখুনি আমাদের সাথে যুক্ত হন। ২০২৩ শিক্ষাবর্ষে অন্যান্য সেন্টার থেকে আপনারা নোট নিলে প্রায় ৫০০০ টাকা দিতে হবে। কিন্তু আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের কথা ভেবে বিশেষ ছাড়ে নোট দেবার ব্যবস্থা করেছি। তাই আজই আমাদের সাথে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করুন।

আমাদের ওয়েবসাইটঃ- CLICK HERE

গতবছরের শিক্ষার্থীদের ফলাফলঃ- CLICK HERE

আমাদের সাথে যোগাযোগ করুনঃ- CLICK HERE

আমাদের তৈরি করা একটি নোটের উদাহরনঃ- CLICK HERE


YOU MAY JOIN THE UG ARTS UNION GROUP BY CLICKING   HERE

YOU MAY JOIN OUR 1ST YEAR EDUCATION HONOURS HONOURS BY CLICK HERE

IF YOU WANT TO CONTACT ME IN FACEBOOK THEN CLICK    HERE

IF YOU WANT TO CONTACT ME IN TWITTER THEN CLICK    HERE

IF YOU WANT TO CONTACT ME IN INSTAGRAM THEN CLICK    HERE

IF YOU HAVE ANY QUERIES, THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.

SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.


THANK YOU


Written by:- PRATAP CHATTERJEE

Post a Comment

0 Comments

Locate Us

Ad Code