Visitor

UG RENEWAL FULL PROCESS 2022

নেতাজী সুভাষ ওপেন ইউনিভারসিটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় স্টাডি সেন্টারের মাধ্যমে প্রত্যেক বছর লাখো লাখো ছাত্র-ছাত্রী দের শিক্ষা দান করে চলেছে। বিশেষত যারা কোনো কারণে তাদের পড়াশুনো শেষ করে উঠতে পারেন নি, সে ব্যক্তিগত কারণেই হোক বা পয়সার অভাবেই হোক কিম্বা কম নাম্বারের কারণেই হোক। এই সমস্ত ছাত্রছাত্রীরা  খুব কম খরচায় এবং সপ্তাহে এক দিন ক্লাস করে তাদের পড়াশুনো চালিয়ে যেতে পারেন, পাশাপাশি কোনো কাজের মধ্যে যুক্ত থেকেও। এই ভাবে তারা তাদের নিজেদের সংসার খরচাও চালাতে পারবেন সাথে নিজের পড়াশুনোও সম্পূর্ণ করতে পারবেন।

বর্তমানে যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভারসিটিতে ভরতি হয়েছেন তারা সকলেই জানেন আপনাদের RENEWAL FORM FILL UP চলছে। RENEWAL চলবে ২৭ শে জুলাই, ২০২২ পর্যন্ত। পরবর্তীকালে আবারো হয় তো RENEWAL করার সুযোগ দেওয়া হবে কিন্তু আপনারা সকলেই ২৭ শে জুলাই এর মধ্যে RENEWALটি করে নেওয়ার চেষ্টা করবেন। তাতে আপনাদেরই সুবিধা হবে।

এবার আপনাদের দেখাব কি ভাবে আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে ঘরে বসে খুব সহজে RENEWAL PROCESS টি করে নিতে পারবেন। নিচের স্টেপ গুলি FOLLOW করুন-

  • প্রথমে আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে NSOU এর OFFICIAL WEBSITE এ চলে যেতে হবে। OFFICIAL WEB SITE এ যেতে এখানে CLICK করুন

  • এর পর আপনাদের সামনে নিচের চিত্রটির মধ্যে যেমন দেখতে পাচ্ছেন সেই রকম একটা PAGE আপনাদের সামনে চলে আসবে। এখানে মিডিলের দিকে দেখতে পাবেন লেখা আছেONLINE UG/BDP RENEWAL, 2022 এখানে Click করবেন

  • এরপর নিছে দেওয়া চিত্রটির মত একটা PAGE আপনার সামনে চলে আসবে। এখানে একটু নিচের দিকে লেখা আছে  Click here for UG/BDP Renewal  এখানে Click করুন
  • এরপর নিছে দেওয়া চিত্রটির মত একটা পেজ আপনার সামনে চলে আসবে। এখানে লেখা আছে  ONLINE RENEWAL FORUG COURSE  এখানে Click করুন


  • এরপর নিচের চিত্রটির মত একটা পপ আপ খুলে যাবে। এখানে সবার উপরে লেখা আছে  Online UG Renewal  এখানে Click করুন

  • এরপর নিচের চিত্রটির মত একটি Page আপনার সামনে খুলে যাবে। এখানে আপনার Enrollment Number এবং Date of Birth দিয়ে  LOG IN click করবেন


  • এরপর আপনার পুরো Details চলে আসবে, আপনার ছবি আপনার নাম এবং Course সম্পর্কিত সব কিছু। এখানে নিচের দিকে দেখবেন আপনার যে Fess লাগবে সেটা লেখা আছে। তার নিচে একটা Check Box থাকবে। ওখানে click করে ✔ করে দেবেন। তার নিচে Submit বটনে Click করবেন।

  • এরপর নিচের চিত্রটির মত একটা Page আপনার সামনে চলে আসবে। এখানে আপনার Payment Option চলে আসবে। আপনি চাইলে ONLINE বা OFFLINE PAYMENT করতে পারেন। OFFLINE PAYMENT করতে হলে আপনাদের নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে ব্যাংক DRAFT কাটাতে হবে। ONLINE PAYMENT করতে হলে নিচের  Click Hare for E-PAYMENT  OptionClick করতে হবে।


  • এরপর আপানদের সামনে নিচের চিত্রটির মত একটা Page চলে আসবে। এখানে আপনাদের পছন্দসই GATEWAY থেকে আপনারা PAYMENT করতে পারবেন( যেমন DEBIT CARD/CREDIT CARD/INTERNET BANKING )। PAYMENT করে দিলেই আপনার RENEWAL টি সম্পন্ন হয়ে যাবে।



YOU MAY JOIN THE UG 1st YEAR ARTS UNION GROUP BY CLICKING HERE

YOU MAY LIKE THIS POST.
IF YOU HAVE ANY QUARIES THEN FEEL FREE TO COMMENT ON THIS POST.
SHARE WITH YOUR FRIENDS THAT THEY ALSO KNOW ABOUT THAT.

THANK YOU
Written by:- PRATAP CHATTERJEE


Post a Comment

0 Comments

Locate Us

Ad Code